বেতন ভাতায় মুস্তাফিজের অবনমন

ছবি: ছবিঃ সংগৃহীত

।। ডেস্ক রিপোর্ট ।।
গেল বছরের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে মুস্তাফিজুর রহমান ছিলেন 'এ' গ্রেডে। কিন্তু বিসিবির ঘোষিত চলতি বছরের কেন্দ্রীয় চুক্তিতে এই পেসারের অবনমন হয়ে ঠাঁই হয়েছে 'বি' গ্রেডে। তাও তাঁকে তালিকাভুক্ত করা হয়েছে শুধুমাত্র সাদা বলে। নতুন এই চুক্তি অনুযায়ী তাঁর মাসিক বেতন ২ লাখ টাকা থেকে কমে ১ লাখ টাকা হয়েছে।
নতুন চুক্তিনুযায়ী সবচেয়ে বেশি বেতন পাবেন ওপেনার তামিম ইকবাল। দুই বলের খেলাতেই চুক্তিবদ্ধ হবার কারণে প্রতি মাসে তিনি পাবেন ছয় লক্ষ ৩০ হাজার টাকা। এরপরই রয়েছেন মুশফিকুর রহিম। ডানহাতি এই ব্যাটসম্যানের মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ছয় লক্ষ ২০ হাজার টাকা।
এদিকে নির্বাচকদের ভুলে চুক্তি থেকে বাদ পড়েছিলেন সৌম্য সরকার। পরে বিসিবির সংশোধিত তালিকায় চুক্তিবদ্ধ হয়ে মাসিক চার লক্ষ টাকা বেতন পেতে যাচ্ছেন তিনি।
নতুন চুক্তিনুযায়ী খেলোয়াড়দের বর্তমান বেতন-
এ প্লাস: (মাসিক পারিশ্রমিক ৪ লাখ)
লাল বল: মুশফিকুর রহিম, তামিম ইকবাল

সাদা বল: মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার
এ: (মাসিক পারিশ্রমিক ৩ লাখ)
লাল বল: মুমিনুল হক
সাদা বল: নেই
বি: (মাসিক পারিশ্রমিক ২ লাখ)
লাল বল: লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম
সাদা বল: লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান
সি: (মাসিক পারিশ্রমিক দেড় লাখ)
লাল বল: নেই
সাদা বল: মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফ উদ্দিন
ডি: (মাসিক পারিশ্রমিক ১ লাখ)
লাল বল: মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরি, ইবাদত হোসেন চৌধুরি
সাদা বল: তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ