নতুন ওয়ানডে অধিনায়কের বেতন সবচেয়ে বেশি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি ডেস্ক ||
গেল বছর অক্টোবরে ক্রিকেটারদের আন্দোলনের সময় দাবি ছিল, অন্তত ৩০জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা। যদিও শেষ পর্যন্ত সেটা হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত কেন্দ্রীয় চুক্তির তালিকায় শুরুতে নাম ছিল ১৬জনের। পরে যোগ করা হয় সৌম্য সরকারকে।
১৭ জন ক্রিকেটার মোট ৫ ক্যাটাগরিতে ভাগ করে বেতন দেবে বিসিবি। মঙ্গলবার জানা গেছে, কে কত টাকা বেতন পাচ্ছেন। টেস্ট ক্রিকেটে খেলোয়াড়দের আগ্রহ বাড়াতে লাল এবং সাদা বলের ক্ষেত্রে বেতনের বৃদ্ধি ঘটেছে অনেক ক্রিকেটারের।
এরই প্রেক্ষিতে নবনিযুক্ত ওয়ানডে দলপতি তামিম ইকবাল পাচ্ছেন সবচেয়ে বেশি অর্থ। প্রতি মাসে ছয় লক্ষ ৩০ হাজার টাকা বিসিবির কাছ থেকে পাবেন তিনি। এরপরই আছেন মুশফিকুর রহিম। ডানহাতি এই ব্যাটসম্যানের বেতন ছয় লক্ষ ২০ হাজার টাকা।
লাল এবং সাদা বলের বেতন কাঠামো আলাদা করা হলেও এই দুটিতেই শীর্ষ ক্যাটেগরিতে আছেন কেবল তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। দুই ক্যাটেগরিতে যারা আছেন, তারা দুটির পুরো অর্থ পাবেন না। নিজের ওপরে থাকা ক্যাটেগরির পুরো অর্থ পাবেন, আর অন্য ক্যাটেগরির পাবেন অর্ধেক।
এ প্লাস: (মাসিক পারিশ্রমিক ৪ লাখ)
লাল বল: মুশফিকুর রহিম, তামিম ইকবাল

সাদা বল: মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার
এ: (মাসিক পারিশ্রমিক ৩ লাখ)
লাল বল: মুমিনুল হক
সাদা বল: নেই
বি: (মাসিক পারিশ্রমিক ২ লাখ)
লাল বল: লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম
সাদা বল: লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান
সি: (মাসিক পারিশ্রমিক দেড় লাখ)
লাল বল: নেই
সাদা বল: মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফ উদ্দিন
ডি: (মাসিক পারিশ্রমিক ১ লাখ)
লাল বল: মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরি, ইবাদত হোসেন চৌধুরি
সাদা বল: তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ