promotional_ad

মাশরাফির কারণেই আজকের মাহমুদউল্লাহ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

।। ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ।।


জিম্বাবুয়ে সিরিজের শেষ ওয়ানডের মাধ্যমে ওয়ানডে দলের অধিনায়কত্বের ইতি তেনেছিলেন মাশরাফি বিন মুর্তজা। তাঁর এই বিদায় নাড়া দিয়েছে সতীর্থদের। সদ্য বিদায়ী এই অধিনায়কের কারণেই বাংলাদেশ টি-টোয়েন্টি দলপতি মাহমুদউল্লাহ আসতে পেড়েছেন আজকের জায়গায়। বিষয়টি অকপটে শিকারও করলেন তিনি।


মাহমুদউল্লাহ বলেন, 'আপনারা দেখেছেন আমরা কিভাবে সময় কাটিয়েছি। আমাদের মধ্যে বোঝাপড়া অসাধারণ। সে প্রত্যেক ক্রিকেটারের জন্য লড়াই করেছে। আমি এর আদর্শ উদাহরণ। আমি একটা সময় কঠিন বিপদে ছিলাম। সে তখন আমার পাশে দাঁড়িয়েছি। সে আমাকে অধিনায়ক হিসেবে শুধু সমর্থন দেয়নি, বরং আমার বন্ধু এবং ভাই হিসেবেও সমানভাবে সমর্থন দিয়েছে। আমি তাঁর প্রতি সারাজীবনের জন্য কৃতজ্ঞ থাকবো। আমরা এক সঙ্গে অনেক সময় কাটিয়েছি।'



promotional_ad

ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।


সেই সঙ্গে ক্যাপ্টেন ফ্যান্টাসির অধিনায়কত্বের বিষয়ে স্মৃতিচাড়ণ করে বলেন, 'একজন অধিনায়কও একজন খেলোয়াড়। আপনার সবসময় পারফর্ম করতে হবে। তাঁর কঠিন সময়েও সে দল গঠন করার ক্ষেত্রে ভূমিকা রাখে। সে সবসময় দলকে নিয়ে চিন্তিত থাকতো। সে সবার পাশে দাঁড়াত।'


দলের সকলের মনোবল বাড়াতে ম্যাশ ছিলেন অতুলনীয়। দলের সবার প্রতি মনোভাবের প্রসঙ্গে রিয়াদ মন্তব্য করেন, 'সে সবসময় চাইত যেন আমরা প্রত্যেকে পারফর্ম করি এবং একে অন্যের পারফরম্যান্স উপভোগ করি। সে কখনো ছোট ছোট অর্জন এবং অবদান অগ্রাহ্য করতো না। সে সবসময় ছোট ছোট বিষয়গুলো দেখাত এবং প্রশংসা করতো যারা পারফর্ম করছে। আমি মনে করি এটা দারুণ একটি গুণ।'
 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball