promotional_ad

ব্যাটিংয়ে নামার আগে সুখবর পেয়েছিলেন সৌম্য

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


কেন্দ্রীয় চুক্তিতে ১৬ জনকে রেখে রবিবার (৮ মার্চ) তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তালিকায় ছিলেন না সৌম্য সরকার। এই বাঁহাতি ব্যাটসম্যানের বাদ পড়াটা ব্যাপক প্রশ্নের জন্ম দিয়েছিল।


যদিও সোমবার (৯ মার্চ) বিসিবি জানিয়েছে, ভুলবসত সৌম্যর নামটি বাদ পড়ে গিয়েছিল। তারা নিশ্চিত করেছে, সৌম্যকে রাখা হয়েছে সাদা বলের চুক্তিতে। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ফিরে তাই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি বেশ ফুরফুরে মেজাতে ছিলেন সৌম্য।



promotional_ad

এদিন জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নেমে মাত্র ৩২ বলে ৬২ রানের ঝড় বইয়ে দিয়েছেন সৌম্য। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৫টি ছয় এবং ৪টি চারে। এমন ইনিংসের পর ম্যাচ সেরার পুরষ্কারও জিতেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান।


সৌম্য জানিয়েছেন, ব্যাটিংয়ে নামার আগেই তিনি চুক্তিতে যোগ হওয়ার কথা জেনেছিলেন। সৌম্যর ভাষ্য, 'ব্যাটিংয়ের আগেই আরকি। (কন্ট্রাক্ট লিস্টে থাকা নিয়ে)'। তাই তিনি বেশ ফুরফুরে মেজাজে ছিলেন। তাঁর ব্যাটিংয়েও সেটা প্রতিফলিত হয়েছে।


সৌম্য আরও বলেন, 'সত্যি কথা বলতে না, (কেন্দ্রীয় চুক্তি নিয়ে) ওভাবে চিন্তা করিনি। চিন্তায় ছিলাম, বিয়ের পর প্রথম ম্যাচ খেলতে যাচ্ছি। ফোকাসড বেশি ছিলাম। ওই জিনিসটাতো আমার হাতে নেই, চাইলেও তো আমি পরিবর্তন করতে পারব না।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball