যেকোনো জায়গায় ব্যাটিং করতে রাজি সৌম্য

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
একসময় জাতীয় দলের তিন ফরম্যাটের ওপেনার ছিলেন সৌম্য সরকার। সময়ের পরিক্রমায় কোনো ফরম্যাটেই ওপেনিংয়ে নিয়মিত নন সৌম্য। অনেক সময় টপ অর্ডারেও জায়গা হচ্ছে না তাঁর।
দলের প্রয়োজনে খেলতে হচ্ছে ৬-৭ নম্বরে। যদিও ব্যাটিং পজিশন নিয়ে চিন্তিত নন সৌম্য। তিনি জানিয়েছেন যেকোনো জায়গায় খেলতে রাজি তিনি। যেখানেই সুযোগ পাবেন সেখানেই পারফর্ম করার চেষ্টা করবেন তিনি।

এ প্রসঙ্গে সৌম্য বলেছেন, 'সবসময় তো উপরেই খেলেছি। অনেক সময় টিমের প্রয়োজন যেখানে খেলতে হবে। ওইটা নিয়ে আলাদা কোনো আগ্রহ নেই। যেখানেই সুযোগ পাবো পারফর্ম করার চেষ্টা করবো।'
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিজের পছন্দের টপ অর্ডারে জায়গা পেয়েছেন সৌম্য। ওয়ান ডাউনে ব্যাট করে মাত্র ৩২ বলে ৬২ রানের ইনিংস খেলেছেন তিনি। সৌম্য জানিয়েছেন টপ অর্ডারে জায়গা ধরে রাখতে এমন ইনিংস খেলার লক্ষ্য ছিল তাঁর।
সৌম্যর ভাষ্যমতে, 'আমি যেভাবে সব সময় খেলেছি উপরে যখন টিমের প্রয়োজন হয়েছে ৬-৭ এ খেলে???ি। যে সময় যেখানেই খেলেছি, চেষ্টা করেছি নিজেকে প্রমাণ করার। অনেকদিন পরে যেহেতু এই জায়গায় নেমেছি, চেষ্টা করেছি নিজের জায়গাটা যেন ধরতে পারি। ওইটাই মাথায় ছিল।'