promotional_ad

বিয়ের পর প্রথম ম্যাচ, তাই দুশ্চিন্তায় ছিলেন সৌম্য!

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ জাতীয় দল যখন পাকিস্তান সফর ও জিম্বাবুয়ে সিরিজ নিয়ে ব্যস্ত, তখন বিয়ের পিঁড়িতে বসেন সৌম্য সরকার। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচের দলে জায়গা পেয়েছিলেন সৌম্য।


যদিও সেই ম্যাচে খেলা হয়নি তাঁর। সোমবার (৯ মার্চ) জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি দিয়ে আবারও মাঠে নেমেছেন সৌম্য। তাই এই ম্যাচটি নিয়ে কিছুটা ভীত ছিলেন এই মারকুতে ব্যাটসম্যান।



promotional_ad

এ প্রসঙ্গে সৌম্য বলেন, 'চিন্তা করছিলাম বিয়ের পর প্রথম ম্যাচ খেলতে যাচ্ছি। তো ফোকাস বেশি ওইদিকে ছিল। ওই জিনিসটতো আমার হাতে নেই। আমিতো চাইলেই এটা চেঞ্জ করতে পারবো না।'


জিম্বাবুয়ের বিপক্ষে প্তহম টি-টোয়েন্টিতে মাত্র ৩২ বলে ৬২ রানের ঝড়ো ইনিংস খেলেছেন সৌম্য। এই ইনিংস খেলার পথে ৫টি ছয় এবং ৪টি চার মেরেছেন তিনি। তিনি জানিয়েছেন, তাঁর হারানো টপ অর্ডারের জায়গা পুনরুদ্ধার করতে চান তিনি।


সৌম্যর ভাষ্যমতে, 'আমি যেভাবে সব সময় খেলেছি উপরে যখন টিমের প্রয়োজন হয়েছে ৬-৭ এ খেলেছি। যে সময় যেখানেই খেলেছি, চেষ্টা করেছি নিজেকে প্রমাণ করার। অনেকদিন পরে যেহেতু এই জায়গায় নেমেছি, চেষ্টা করেছি নিজের জায়গাটা যেন ধরতে পারি। ওইটাই মাথায় ছিল।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball