করোনা চিন্তায় ফেলেনি জিম্বাবুয়েকে

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি ডেস্ক ||


রবিবার প্রাণঘাতী করোনাভাইরাস ছোবল দিয়েছে বাংলাদেশেও। দেশের ক্রীড়াঙ্গনেও যার প্রভাব পড়েছে। তবে বিষয়টি নিয়ে মোটেও নিশ্চিত নয় জিম্বাবুয়ে শিবির। দলের অধিনায়ক শন উইলিয়ামস শংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন।


রবিবার বাংলাদেশে তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করে সরকারের রোগ তত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তর (আইইডিসিআর)। সংস্থাটির পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য দেন। যে কারণে প্রাণঘাতী এই রোগ নিয়ে বাড়তি সতর্ক সকলেই।


promotional_ad

বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) বিষয়টি নিয়ে সতর্ক। তাই সংক্রমণের ঝুঁকি কমাতে মাঠে টিকিট বিক্রি সীমিত করে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্যাচের জন্য মাত্র ৫ হাজার টিকেট ছাড়া হয়। 


করোনা প্রসঙ্গে উইলিয়াস বলেন, `না আমরা এটা নিয়ে মোটেও চিন্তিত নই। আমাদের মনোযোগ শুধু খেলায়। আমরা এটা নিয়েই ভাবছি শুধু।'


এই বিষয়ে বিসিবির প্রধাণ নির্বাহী নিজাম উদ্দীন সুজন বলেছেন, `এখন এই ব্যাপারে আমরা কথা বলবো। এটা গত রাতের সিদ্ধান্ত। আমরা কালকে প্রেস কনফারেন্সেও আমাদের পরিকল্পনা বলেছি। প্লেন অনুযায়ীই চলছি।'


`সরকারের সিদ্ধান্তে যেহেতু পরিবর্তন এসেছে তাই আমরা সেটা দেখাশোনা করছি। এই বিষয়ে সরকার এবং সংস্লিষ্টদের সঙ্গে কথা বলে যদি কোনো পরিবর্তনের প্রয়োজন হয় তাহলে করবো।' আরও যোগ করেন তিনি।


টেস্ট এবং ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার পর টি-টোয়েন্টির সূচনাটাও দারুণ করেছে বাংলাদেশ।  ৪৮ রানের ব্যবধানে জিতে সিরিজে ১-০তে এগিয়ে এখন বাংলাদেশ। বুধবার অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball