promotional_ad

ডিপিএলের শুরুতে ইমরুলকে পাচ্ছে না শেখ জামাল

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


চোটের কারণে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে ইমরুল কায়েসকে। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগকে (ডিপিএল) সামনে রেখে অনুশীলনের সময় পায়ে চোট পান বাঁহাতি এই ওপেনার।


১৫ই মার্চ থেকে শুরু হবে এবারের ডিপিএল। এই মৌসুমে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলবেন ইমরুল। সোমবার শেখ জামাল মাঠে ফিল্ডিং সেশন চলাকালীন পায়ে চোট পান তিনি। 



promotional_ad

ডিপিএলের শুরুতে তাই ইমরুলকে ছাড়াই মাঠে নামতে হবে শেখ জামালকে। এই ব্যাপারে ইমরুল বলেন, 'ফিল্ডিং অনুশীলন করার সময় পায়ে চোট পাই। এরপর এক্স-রে করানো হয়।'


'এক্স-রে তে দেখা যায় আঙ্গুলে চিড় পড়েছে। ডাক্তার আমাকে তিন সপ্তাহের জন্য বিশ্রামে থাকতে বলেছে। প্রিমিয়ার লিগের শুরুতে তাই খেলতে পারছি না।' আরও যোগ করেন বাঁহাতি এই ওপেনার। 


ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারেননি ইমরুল। বিপিএলে দারুণ ফর্মে থাকলেও হ্যামস্ট্রিংয়ের চোট বাঁহাতি এই ব্যাটসম্যানের জন্য কাল হয়ে দাঁড়ায়।



ডিপিএলের আগে পুনরায় চোট পাওয়ায় নিজেকে দুর্ভাগ্যবান মনে করছেন ইমরুল। আগামী দুই দিনের মধ্যে ঢাকা ছাড়ার কথা থাকলেও এখন বিশ্রামে থাকতে হবে তাকে। 


কারণ এবারের ডিপিএলের প্রথম তিন রাউন্ড হবে ঢাকার বাইরে সিলেট, চট্টগ্রাম এবং কক্সবাজারে। ইমরুল আরও বলেন, `আমার প্রস্তুতি খুব ভালো ছিল। কিন্তু আরও একটি ইনজুরি। খুবই দুর্ভাগ্য আমার।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball