promotional_ad

করোনা আতঙ্কেও থামেনি ক্রিকেটপ্রেম!

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


রবিবার প্রাণঘাতী করোনাভাইরাস ছোবল দিয়েছে বাংলাদেশেও। দেশের ক্রীড়াঙ্গনেও যার প্রভাব পড়েছে। সোমবার বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার সিরিজের প্রথম টি-টোয়েন্টি দেখতে তাই মাস্ক পরে মাঠে প্রবেশ করতে দেখা গেছে কয়েকজন দর্শককে। 


বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। সংক্রমণের ঝুঁকি কমাতে মাঠে টিকিট বিক্রি সীমিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্যাচের জন্য মাত্র ৫ হাজার টিকেট ছাড়া হয়েছে।



promotional_ad

একজন দর্শককে একটি করে টিকিট দেয়ার কথা নিশ্চিত করেছেন বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী। তিনি বলেন, `আমরা একজনকে একটা টিকিট দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।' 


`সরকারের আদেশ হচ্ছে যত কম সমাবেশে থাকা যায়। জনগনের স্বার্থে এই উপদেশ দেয়া হয়েছে। যদি ৪জন এক পরিবারে খেলা দেখতে চায় তাহলে টিকিট কিনতে চারজনকেই আসতে হবে।' আরও যোগ করেন নিজাম উদ্দীন।


সোমবার মিরপুর স্টেডিয়ামে টিকিট বুথে দর্শকদের তেমন ভীড় দেখা যায়নি। অল্প কিছু দর্শককে টিকিট কেনার ব্যাপারে আগ্রহী দেখা গেছে। শেষ বিকেলে এই অবস্থার খানিকটা পরিবর্তন ঘটে।



রবিবার বাংলাদেশে তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করে সরকারের রোগ তত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তর (আইইডিসিআর)। সংস্থাটির পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য দেন। যে কারণে প্রাণঘাতী এই রোগ নিয়ে বাড়তি সতর্ক সকলেই। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball