promotional_ad

দীর্ঘমেয়াদে নেতৃত্ব পেলেন তামিম

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব উঠেছে তামিম ইকবালের কাঁধে। দীর্ঘ মেয়াদী বাঁহাতি এই ওপেনারকে দায়িত্ব তুলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রবিবার বিসিবির বোর্ড সভা শেষে এ কথা নিশ্চিত করেন সবাপতি নাজমুল হাসান পাপন।


এর আগেও ওয়ানডে দলকে নেতৃত্ব দিয়েছেন তামিম। গেল বছর জুলাইয়ে শ্রীলংকা সফরে ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন তিনি। যদিও সেই সিরিজে হোয়াইট ওয়াশের স্বাদ পায় বাংলাদেশ।



promotional_ad

শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে দিয়ে অধিনায়কত্বের ইতি টানেন মাশরাফি বিন মুর্তজা। এর ৪৮ ঘন্টা পরই নতুন অধিনায়ক পেল বাংলাদেশ।


তামিম নেতৃত্ব পাওয়ায় তিন ফরম্যাটে তিন অধিনায়ক নিয়ে খেলবে বাংলাদেশ। বোর্ড সভা শেষে নাজমুল হাসান বলেন, `আমাদের একটা ধারণা ছিল যে আমরা শর্ট টার্মের জন্য একজনকে অধিনায়ক বানাবো। এরপরে সামনের বছর আরেকজনকে। তবে আজকে বোর্ডে আলোচনা করে ঠিক করা হয়েছে যে আমরা কোনো সল্প মেয়াদে অধিনায়ক করার চিন্তা ভাবনায় নেই। 


'আমরা যা করেছি সেটা লম্বা সময়ের চিন্তা করেই করেছি। আমরা তামিম ইকবালকে বাছাই করেছি। আমরা চাই সে লম্বা সময়ের জন্য থাকুক। সামনে কি হবে সেটা তো আর বলা যাচ্ছে না। তারিখ নির্ধারণ করে তো আর বলা যাবে না। তবে আমাদের তরফ থেকে আমরা তাঁকে লম্বা সময়ের জন্য চাচ্ছি।' আরও যোগ করেন বোর্ড সভাপতি। 



টেস্টেও অধিনায়কত্ব করার নজির আছে তামিমের। ২০১৬-১৭ তে নিউজিল্যান্ড সফরে তখনকার নিয়মিত টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের চোটে এক টেস্টে ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন তিনি। এছাড়া ঘরোয়া লিগেও এই গুরু দায়িত্ব পালন করেছেন তামিম।   
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball