promotional_ad

মাহমুদউল্লাহর বিশ্বাস অর্জনের লড়াই

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


গত বছরের নভেম্বরে ভারত সফরে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব পান মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর পাকিস্তান সফরে টাইগারদের নেতৃত্ব দিয়েছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তিনিই থাকছেন বাংলাদেশের অধিনায়ক।


সোমবার (৯ মার্চ) থেকে শুরু হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজে অধিনায়ক হিশেবে প্রমাণ করার মিশন মাহমুদউল্লাহর সামনে। সিরিজটিতে অধিনায়ক হিশেবে তিনি দলের খেলোয়াড়দের বিশ্বাস অর্জন করতে চান। সেই সঙ্গে খেলোয়াড়দের তিনি পূর্ণ স্বাধীনতা দিতে চান।


promotional_ad

এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন, ‘আমি সবসময় যে জিনিসটা বিশ্বাস করি, দলের খেলোয়াড়দের বিশ্বাস অর্জন করতে হবে। ওরা যেন আমাকে অধিনায়ক হিশেবে বিশ্বাস করতে পারে। আমি যেন অধিনায়ক হিসেবে স্বচ্ছ থাকতে পারি এবং সৎ থাকতে পারি খেলোয়াড়দের প্রতি।'


'যারা এই টি-টোয়েন্টি ফরম্যাটে খেলবে, তাদের হয়তো এক-দুই ম্যাচ খারাপ যেতে পারে। তখন ওরা (দলে জায়গা নিয়ে) অনিরাপদ বোধ করতে পারে। এইসব ক্ষেত্রে আমার এবং কোচের অনেক দায়িত্ব রয়েছে, তারা যেন নিরাপদ বোধ করে এবং স্বাধীনতা নিয়ে খেলতে পারে। তো আমার কাছে এই পয়েন্টগুলো খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয়। আমি তাদেরকে এটা যেন বোঝাতে পারি যে, দল তাদের কাছ থেকে কী চায়’, যোগ করেন তিনি।


মাঠে পারফরম্যান্সের সঙ্গে মাঠের বাইরেও অধিনায়কের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হয়। অধিনায়ক হিশেবে তিনি তাই সতীর্থ্যদের সবসময় সমর্থন দিয়ে যেতে চান মাহমুদউল্লাহ। সেই সঙ্গে নিজের কতৃত্ব বজায় রাখতে না এই অধিনায়ক। তিনি মনে করেন খেলোয়াড়রা সমর্থন পেলে তারা ভালো পারফরম্যান্স করতে অনুপ্রেরণা পায়।


তিনি বলেন, ‘আমার মনে হয় যে-ই অধিনায়ক হোক না কেন, যখনই সে দায়িত্ব পাবে, তখন তার কর্তৃত্ব নেওয়া উচিত। আমি যেটা আগেই বললাম, বিশ্বাসটা বাড়ানো অনেক গুরুত্বপূর্ণ যেন খেলোয়াড়রা অনুভব করতে পারে যে, তার প্রতি অধিনায়কের, কোচের এবং টিম ম্যানেজমেন্টের সমর্থনটা আছে। এটা হলে খেলোয়াড়দের মধ্যে একটা বাড়তি অনুপ্রেরণা থাকে থাকে যে, ভালো পারফর্ম করতে হবে, বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball