ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়ার পঞ্চম শিরোপা জয়

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে পঞ্চমবারের মতো শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। অ্যালিসা হিলি ও বেথ মুনির ঝড়ো ব্যাটিং এবং মেগান স্কুট ও জেস জোনাসেনের দুর্দান্ত বোলিংয়ে ভারতকে ৮৫ রানের বড় ব্যবধানে হারায় অস্ট্রেলিয়া।
টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১৮৪ রান করে অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতেই ১১৫ রান তোলেন হিলি ও মুনি। ৩৯ বলে সাতটি চার ও পাঁচটি ছক্কায় ৭৫ রান করেন উইকেটরক্ষক হিলি।

মুনি শেষ পর্যন্ত অপরাজিত থেকে করেন ৫৪ বলে দশটি চারে ৭৮ রান। এছাড়া অধিনায়ক ম্যাগ ল্যানিংয়ের ব্যাটে আসে ১৬ রান। ভারতের হয়ে ৩৮ রান খরচায় দুটি উইকেট নেন দীপ্তি শর্মা।
জবাবে ১৯.১ ওভারে মাত্র ৯৯ রানে অলআউট হয় হারমানপ্রিত করের ভারত। দীপ্তির ব্যাটে আসে ইনিংস সর্বোচ্চ ৩৩ রান। এছাড়া ভেদা কৃষ্ণমূর্তি ১৯, রিচা ঘোষ ১৮ ও স্মৃতি মান্ধানা ১১ রান করেন।
স্কুট এবং জোনাসেন- দুজনেই নেন তিনটি করে উইকেট। একটি করে উইকেট নেন নিকোলা ক্যারি, দেলিসা কিমিন্স ও সোফি মলিনেক্স।
সংক্ষিপ্ত স্কোরঃ
অস্ট্রেলিয়াঃ ১৮৪/৪ (২০ ওভার)
(মুনি ৭৮*, হিলি ৭৫; দীপ্তি ২/৩৮)
ভারতঃ ৯৯/১০ (১৯.১ ওভার)
(দীপ্তি ৩৩; স্কুট ৩/১৮, জোনাসেন ৩/২০)