মাশরাফি ভাইয়ের মতো দল চালানো কঠিনঃ মাহমুদউল্লাহ

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় দিয়ে অধিনায়কত্বকে বিদায় জানিয়েছেন, মাশরাফি বিন মুর্তজা। ওয়ানডেতে বাংলাদেশের নতুন অধিনায়ক কে হবেন তা নিয়ে না না গুঞ্জন চলছে। আলোচনায় আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে মাহমুদউল্লাহ নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন মাশরাফিকে নিয়ে। তিনি মনে করেন মাশরাফির মতো করে দল চালানো অনেক কঠিন। নতুন যেই অধিনায়ক হোক কাজটা তাঁর জন্য সহজ হবে না বলে মনে করেন তিনি।

মাহমুদউল্লাহ বলেন, 'মাশরাফি ভাই দারুণভাবে দল পরিচালনা করেছেন। বেশ দক্ষতার সঙ্গে দলকে এগিয়ে নিয়েছেন। নতুন কারও জন্য তার মতো করে দল পরিচালনা করা এবং সামনে এগিয়ে নেয়া মোটেও সহজ হবে না। সেটা খুবই কঠিন ও চ্যালেঞ্জিং হবে। কাজেই আমার কথা হলো যে বা যিনি ওয়ানডে অধিনায়ক হোক না কেন- তার কাজটা হবে খুব চ্যালেঞ্জিং।'
মাহমুদউল্লাহর মতে মাশরাফির মাঝে সহজাত নেতৃত্বগুণ রয়েছে, একারণেই অধিনায়ক হিসেবে সফল হয়েছেন মাশরাফি। দলের ক্রিকেটারদের নিয়ন্ত্রণ করার জন্য বিশেষ একটি পদ্ধতি ছিল তাঁর। সেটা দিয়েই সবার হতাশা দূর করতেন মাশরাফি।
এ প্রসঙ্গে তিনি বলেছেন, 'আসলে মাশরাফি ভাই হলেন একজন সহজাত অধিনায়ক। তার নিজেরই একটা বিশেষ ধরণ ছিল। আমরা কখনও চাপে থাকলে, অফফর্ম নিয়ে বেশি চিন্তা করলে, তিনি আলাদা করে নিয়ে কথা বলতেন, বোঝাতেন। কীভাবে সেই সমস্যা দূর করা যায়? অযথা চিন্তাভাবনা না করার পরামর্শ দিয়ে কিভাবে এগুলে কাজ হবে তাই করার কথা বলতেন। আর বলতেন সমস্যা নিয়ে বেশি না ভেবে সমাধানের কথা ভাবতে।'
মাহমুদউল্লাহর বিশ্বাস মাশরাফি যেকোনো অধিনায়কের জন্য একটি মানদণ্ড ঠিক করে গেছেন। নতুন যেই অধিনায়ক হোক সে এই পথই অনুসরণ করার চেষ্টা করবে। মাহমুদউল্লাহও মনে করেন এই পথে হাঁটলেই সফলতা আসবে।
মাহমুদউল্লাহর ভাষ্যমতে, 'আমি বলতে চাই, মাশরাফি ভাই একটা বড় উদহারণ। তিনি একটা মানদণ্ড ঠিক করে গেছেন। যেই অধিনায়ক হোক না কেন, নিশ্চয়ই তিনি সে পথে হাঁটার চেষ্টা করবেন। একেকজনের চিন্তা একেকরকম। সবাই একভাবে ভাবেন না, পরিকল্পনাও করেন যে যার মতো। তারপরও মাশরাফি ভাই যে উদাহরণ তৈরি করে গেছেন, তা অনুসরণ করলেও কার্যকর ফল মিলবে।'