মাধভেরেকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন উইলিয়ামস

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
যুব বিশ্বকাপে অলরাউন্ড পারফরম্যান্স জাতীয় দলের দরজা খুলে দেয় ওয়েসলি মাধভেরের। বাংলাদেশের বিপক্ষে নিজের অভিষেক সিরিজে নির্বাচকদের হতাশ করেননি তিনি। ব্যাটে-বলে দুই বিভাগেই ছিলেন দারুণ, দ্বিতীয় ওয়ানডেতে হাঁকিয়েছেন হাফসেঞ্চুরিও।
১৯ বছর বয়সী এই ক্রিকেটার ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। তবে অধিনায়ক শন উইলিয়ামস এখনই মাধভেরেকে প্রশংসায় ভাসিয়ে দিতে চান না। ডানহাতি এই ব্যাটসম্যানকে খোলা মনে খেলতে দেখতে চান তিনি।

ওয়ানডে সিরিজে মিডল অর্ডারে নেমে দলের চাওয়া পূরণ করেছেন মাধভেরে। সম্ভাবনাময় এই ক্রিকেটারকে নিয়ে তাই বড় স্বপ্ন দেখছেন উইলিয়ামস। অধিনায়কের বিশ্বাস শুধু জিম্বাবুয়ের হয়েই নয়, বিশ্বজুড়ে অন্য অনেক দলের হয়েও ভালো করার সামর্থ্য আছে এই তরুণের মাঝে।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে উইলয়ামস বলেন, `সে দুর্দান্ত ক্রিকেটার। এখনই ওকে প্রশংসায় ভাসিয়ে দিতে চাই না। খোলা মনে খেলতে দেখতে চাই। অবশ্যই জিম্বাবুয়ের ক্রিকেটে ওর ভবিষ্যৎ দারুণ উজ্জ্বল।'
`৫ নম্বরে নেমে দল যা চেয়েছে, সে তাই করেছে। আমি চাই না খুব বেশি ভাবনা তার মাথায় চাপিয়ে দিতে। চাই মাটিতে পা রাখুক, বিনয়ী থাকুক, এভাবেই ক্রিকেট খেলে যাক। শুধু জিম্বাবুয়ের হয়েই নয়, বিশ্বজুড়ে অন্য অনেক দলের হয়েও ভালো করার সামর্থ্য আছে তার।' আরও যোগ করেন অধিনায়ক।
চলতি বছর যুব বিশ্বকাপে ৬ ম্যাচে ১৫৮ রান ও ৮ উইকেট শিকার করেন মাধভেরে। ওয়ানডে স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়ে ৩ ম্যাচে ২ উইকেট নেয়ার পাশাপাশি করেছেন ১২৯ রান।