বাংলাদেশে বিশ্বমানের ক্রিকেট একাডেমী বানাতে চান সাকিব
ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশে বিশ্বমানের ক্রিকেট একাডেমী বানাতে চান সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডার ক্রিকেট থেকে নিষেধাজ্ঞায় থাকলেও নিয়মিত যোগ দিচ্ছেন বিভিন্ন চ্যারিটি অনুষ্ঠানে।
সম্প্রতি লন্ডনের একটি অনুষ্ঠানে সাকিব বলেন, 'আমাদের দেশে এখন অনেক সুযোগ। অনেক কিছুই করা সম্ভব। সেটার জন্য আমার সময় দরকার। আমি কিছু কিছু কাজ করছি। যখনই কোনো চ্যারিটি বা ইভেন্ট হয়, আমি চেষ্টা করি এর সঙ্গে সম্পৃক্ত থাকার।

আমি যেহেতু একজন ক্রিকেটার, আমার ইচ্ছা আমার একটি একাডেমী হবে। বিশ্বমানের একটি একাডেমী হবে। সেখানে শুধু বাংলাদেশই প্লেয়ার বানাবে না। অন্যান্য দেশ থেকেও আসবে এবং ওই একাডেমীতে অনুশীলন করে যাবে। বাংলাদেশ সম্পর্কে তাদের ধারণাটা তাহলে পরিবর্তিত হবে।'
আইসিসির কাছ থেকে জুয়াড়ির তথ্য গোপন করার কারণে গত বছরের অক্টোবরে সব ধরনের ক্রিকেট থেকে কমপক্ষে এক বছরের নিষেধাজ্ঞা পান সাকিব। ইংল্যান্ড বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করা সাকিবকে অবশ্য শর্তসাপেক্ষে নিষেধাজ্ঞা দেয় আইসিসি।
নিষেধাজ্ঞার সময়ে সাকিব যদি আইসিসির কোনো নিয়ম নীতি ভাঙেন তাহলে অতিরিক্ত আরো এক বছরের সাজা কাটাতে হবে তাঁকে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ২৯ অক্টোবর আবারও মাঠে নামবেন সাকিব।