কে হচ্ছেন মাশরাফির উত্তরসূরি?

ছবি: ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে অধিনায়কত্বের ইতি টেনেছেন মাশরাফি বিন মুর্তজা। দেশের সবচাইতে সফল এই অধিনায়ক অবশ্য দায়িত্ব ছেড়ে অনেকটা হাফ ছেড়েই বেঁচেছেন। সংবাদ সম্মেলনে এমনটাই ইঙ্গিত দিয়েছিলেন তিনি।
মাশরাফি বলেছিলেন, 'একটা কাজতো কমে গেলো, বড় দায়িত্ব ছিল কমে গেলো। সাধারণত এই টাইপের সময়টাতে কারোও ভালো লাগে কারও খারাপ লাগে। আমার মিশ্র। দুটো জিনিসই হচ্ছে। কিন্তু সত্যি বলতে এটা ভালো লাগছে যে অধিনায়ক হিসেবে দলকে একতা ভালো জায়গায় রেখে শেষ করতে পারছি, আর জিতেও শেষ হয়েছে।'
অবশ্য মাশরাফির দায়িত্ব শেষ হলেও তাঁর যোগ্য উত্তরসূরি নির্বাচন নিয়ে ঝামেলায় পড়তে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাশরাফির মতো দূরদর্শিতা এবং বিচক্ষণতা দেখাতে পারা ক্রিকেটার যে এখন পর্যন্ত তৈরি হয়নি বাংলাদেশের ক্রিকেটের এই নিয়ে সন্দেহের অবকাশ নেই কারোই।

সবমিলিয়ে ৮৮ ওয়ানডে ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। দুইটি বিশ্বকাপেও দলের কান্ডারি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০১৫ সালের পর থেকে তাঁর ধরেই ক্রিকেটের নতুন যুগের সূচনা করে বাংলাদেশ।
বাংলাদেশের জন্য প্রথম কোনো টুর্নামেন্টের শিরোপা আসে এই মাশরাফিরই হাত ধরে। তাই তাঁর বিকল্প পাওয়া যে দুষ্কর সেটা সহজেই অনুমেয়। আর এই কঠিন কাজটিই করতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।
স্বাভাবিকভাবেই পরবর্তী ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করার আগে গলদঘর্ম হতে হবে বিসিবিকে। তবে কঠিন কাজ হলেও এক সূত্র থেকে জানা গেছে রবিবার (৮ মার্চ) বোর্ড মিটিংয়েই নতুন অধিনায়কের নাম ঘোষণা করবে তারা।
সূত্রটি থেকে আরো জানা গেছে নতুন অধিনায়ক হিসেবে বোর্ডের পছন্দের তালিকায় রয়েছেন দুই জন সিনিয়র ক্রিকেটার। আর সেই সিনিয়র ক্রিকেটাররা হলেন তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদ।
এমনকি জুনিয়র ক্রিকেটারদেরও অধিনায়ক হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না বলে নিশ্চিত করেছে বিসিবির সেই সুত্র। সেক্ষেত্রে নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস এবং মেহেদি হাসান মিরাজদের প্রতি নজর বোর্ডের।
জানিয়ে রাখা ভালো রবিবারের এই বোর্ড মিটিংয়ে নতুন অধিনায়কের নাম জানানোর পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কাদের আমন্ত্রণ জানানো হবে এই সিদ্ধান্ত নেবে বিসিবি। জানা গেছে বঙ্গবন্ধুর জন্মদিনে ভারতের নামকরা কিছু শিল্পীকে আনার পরিকল্পনা করছে বিসিবি। যাদের মধ্যে এ আর রহমানও রয়েছেন।