২৮ মার্চ মাঠে নামছেন সাকিব!
ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
চ্যারিটি ম্যাচ খেলতে নামছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা এই অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেটসহ সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেও চ্যারিটি ম্যাচ খেলতে বাধা নেই তাঁর।
আগামি ২৮ মার্চ অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে মেলবোর্ন বনাম সিডনির ম্যাচে খেলবেন তিনি। ইন্ডিপেন্ডেন্স ডে ক্রিকেট ফেস্টব্যাল নামক এই ম্যাচটির টিকিট ইতোমধ্যেই বিক্রি শুরু হয়েছে।

ম্যাচটিতে মেলবোর্নের হয়ে মাঠ মাতাবেন সাকিব। সাকিবের আগমন উপলক্ষে ইতোমধ্যেই ম্যাচের টিকিট কাটতে শুরু করেছেন প্রবাসি বাঙালি এবং বিদেশি সাকিব ভক্তরা।
গতবছর ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা পান সাকিব। জুয়াড়ির তথ্য আইসিসির কাছ থেকে গোপন করার জন্য তাঁকে কমপক্ষে এক বছরের নিষেধাজ্ঞা দেয় আইসিসি।
এদিকে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে শেষবারের মতো অধিনায়কত্ব করেছেন মাশরাফি বিন মুর্তজা। নিজের বিদায়ে অনেককেই কাছে পেলেও সাকিবকে পাননি মাশরাফি।
সংবাদ মাধ্যমে নিজেই বলেছেন সাকিবের অনুপস্থিতিতে খারাপ লাগা কাজ করছে তাঁর। অপরদিকে নিজের ফেসবুকে সাকিবও মাশরাফিকে শুভকামনা জানান।