মাশরাফিকে উপহার দিতে চেয়েছিলেন লিটন

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে রেকর্ড গড়া ১৭৬ রানের ইনিংস খেলেছেন লিটন দাস। দুর্দান্ত এই ইনিংসে তিনি ভেঙে দিয়েছেন তামিম ইকবালের গড়া বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড (১৫৮ রানের)।
এক সময় মনে হচ্ছিলো লিটনের হাত ধরেই ওয়ানডেতে প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেতে যাচ্ছে বাংলাদেশ। তবে লিটন জানিয়েছেন, ডাবলের চিন্তা ছিল না তাঁর মাথায়। এটা অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মুর্তজার শেষ ম্যাচ হওয়ায়, তাঁকে একটা উপহার দিতে চেয়েছিলেন লিটন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভাইকে জয়ের একটা উপহার দিতে চেয়েছি। দুই শর কথা মাথায় ছিল না।' ওয়ানডে ক্যারিয়ারে এখন পর্যন্ত তিনটি সেঞ্চুরির স্বাদ পেয়েছেন লিটন। এর মধ্যে এই ১৭৬ রানের ইনিংসটিকেই এগিয়ে রাখছেন তিনি।
লিটন বলেছেন, ‘আজ যা খেলেছি, আমার সেরা ইনিংসগুলোর মধ্যে পড়বে। ঘরোয়াতে পারি, কিন্তু আন্তর্জাতিকে পারি না কিছু সমস্যার কারণে। সামনে আশা করি আরও ভালো কিছু দিতে পারব।’
জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ধ্বংসাত্মক ইনিংস ইনিংস খেলেছেন লিটন। যার প্রমাণ ১৬ চার ও ৮ ছক্কা। লিটনের ১৪৩ বলের ইনিংসটি তাই বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসেই মাইলফলক হয়ে থাকবে।