সেঞ্চুরির আত্মবিশ্বাস পেয়ে গেছেন লিটন

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
লিটন দাসের ব্যাটিং প্রতিভা নিয়ে প্রশ্ন ছিল না কোনো সময়ই। তবে বেশিরভাগ সময়ই ইনিংস বড় করতে পারছিলেন না তিনি। অভাব ছিল ধারাবাহিকতারও। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দুটি ম্যাচেই সেঞ্চুরি করেছেন লিটন।
এর মধ্যে সর্বশেষ ইনিংসটি ১৭৬ রানের। যা ওয়ানডেতে যেকোনো বাংলাদেশির সর্বোচ্চ রানের ইনিংস। এমন ইনিংসের পর সেঞ্চুরির আত্মবিশ্বাসটা পেয়েছেন তিনি। ভবিষ্যতে এই অভিজ্ঞতা কাজে লাগাতে চান এই ডানহাতি ব্যাটসম্যান।

এ প্রসঙ্গে লিটন বলেছেন, 'আমি লিটন একজন ব্যাটসম্যান হিসেবে ৩০ ওভার পর্যন্ত ব্যাট করতে পারলে সেঞ্চুরি করতে পারব। ওই বিশ্বাসটা এখন এসেছে। আজ যে ইনিংস খেলেছি, এটা আমার সেরা কিছু ইনিংসের মধ্যে পড়বে।'
ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ব্যাট হাতে সফল হলেও আন্তর্জাতিক ক্রিকেটে এসেই তালগোল পাকিয়ে ফেলছিলেন তিনি। নিজের সেই সমস্যা অনেকটাই কাটিয়ে উঠেছেন লিটন। তাঁর বিশ্বাস সামনে আরও ভালো করতে পারবেন তিনি।
লিটনের ভাষ্যমতে, 'আর সামর্থ্যের যে কথা বললেন, ঘরোয়া ক্রিকেটে সব সময় পারফরম করছি। করি যে নাই, এমন না, করেছি। আন্তর্জাতিক ক্রিকেটে সফল হতে পারিনি, হয়তো কিছু সমস্যা ছিল। হয়তো খেলার ধরন একটু ভিন্ন ছিল। আমি ব্যাপারটা নিয়ে কাজ করছি। আমি যদি এভাবে এগোতে পারি সামনে হয়তো ভালো কিছু দিতে পারব।'