কোহলি আর লিটনের খেলা দেখতে ভালো লাগে মাশরাফির

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফেঞ্জি করেসপন্ডেন্ট ||
দুজন ক্রিকেটারের ব্যাটিং দেখতে ভালো লাগে মাশরাফি বিন মুর্তজার। একজন ভারতের অধিনায়ক বিরাট কোহলি, আর অন্যজন লিটন দাস। অধিনায়কত্ব ছাড়ার দিন স্পষ্ট করেই বিষয়টি জানিয়ে দিয়েছেন মাশরাফি।
অনেক ভালো ব্যাটসম্যানই আছে। তবে তারা যতক্ষণ উইকেটে থাকেন সবসময়য় তাদের দেখতে ভালো লাগে না মাশরাফির। কোহলি আর লিটনকে উইকেটে দেখলে চোখ সরাতে পারেন না তিনি।

এ প্রসঙ্গে মাশরাফি বলেছেন, 'আমার দুজন ব্যাটসম্যানের ব্যাটিং দেখতে সবসময় ভালো লাগে একটা হচ্ছে ভিরাট কোহলি আরেকটা হচ্ছে লিটন। সবসময় বলি, অনেকেই ভালো প্লেয়ার আছে। কিন্তু যতক্ষণ উইকেটে থাকে দেখতে ভালো লাগে, আমি লিটনকে এটা অনেক আগে থেকেই বলে আসছি।'
লিটনের প্রতিভা নিয়ে কারোরই কোনো সন্দেহ নেই। সমস্যা ধারাবাহিকতায়। সদ্য সমাপ্ত জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুটি সেঞ্চুরি করেছেন তিনি। এর মধ্যে ১৭৬ রানের ইনিংস। যা ওয়ানডে ক্রিকেটে যেকোনো বাংলাদেশি ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস।
এর মধ্যে দিয়ে ধারাবাহিকতায় ফেরার ইঙ্গিত দিয়েছেন লিটন। মাশর???ফির বিশ্বাস লিটন যেকোনো সময় ম্যাচের মোমেন্টাম বদলে দিতে পারে। এ ছাড়া বড় ইনিংস খেলা এবং উইকেটে টিকে থাকার সামর্থ্য আছে লিটনের।
মাশরাফির ভাষ্য, 'আমি যেটা সবসময় বিশ্বাস করি লিটন মোমেন্টাম চেঞ্জ করতে পারে। লিটন উইকেটে থাকতে পারে, লিটন বড় ইনিংস খেলতে পারে। লিটন সবই পারে। এবং আমার বিশ্বাস যে এখন ও এটা পিক করতে পেরেছে। ও এটা ওর মাথায় চলে এসেছে, সে অভিজ্ঞ হচ্ছে চার- পাঁচ বছর খেলেছে সম্ভবত।'