বড় দায়িত্বটা কমে গেছে মাশরাফির

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষের ওয়ানডে সিরিজই বাংলাদেশের কাপ্তান মাশরাফি বিন মুর্তজার জন্য ছিল অধিনায়কত্বের শেষ সিরিজ। শুক্রবার (৬ মার্চ) সিরিজের শেষ ওয়ানডেটিও খেলে ফেললেন অধিনায়কের দায়িত্ব কাঁধে নিয়ে নিজের শেষ ম্যাচ হিসেবে।
দলের নেতৃত্ব থেকে সরে আসলেও এখনই ক্রিকেট ছাড়ছেন না এই কান্ডারি। কিন্তু অধিনায়কত্ব থেকে সরে আসার পর দলে তাঁর থাকা না থাকা নিয়ে শুরু হয় গুঞ্জন। সেই গুঞ্জনের জবাব তিনি নিজেই দিলেন। বললেন দলে তাঁর থাকা না থাকা সম্পূর্নই নির্বাচকদের ভাবনা। যোগ্য মনে হলে দলে থাকবেন নয়তো না। সম্পুর্ণই নির্বাচকদের বিষয় এটি।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে জিতে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক বলেন, 'এটা তো পারফরম্যান্স করেই আসতে হবে। আবার নির্বাচকদের চিন্তাভাবনা। আমিতো এখানে বসে আসে দল নির্বাচন নিয়ে কিছু বলতে পারবো না। এতোদিন দুইটা অংশ নিয়ে চলে আসছি, এখন কখনো কখনো মনেহয় যে আপনি যতই দেখেন যে অধিনায়ক এবং খেলোয়াড়; খেলোয়াড়কে আগে ভালো খেলতে হয় তারপর অধিনায়কত্ব।'
অধিনায়কত্বের ক্যারিয়ার জয় দিয়ে শেষ করতে পেরে বেশ সন্তুষ্ট সাবেক টাইগার এই দলপতি। সেই সঙ্গে চাপও বেশ কমেছে বলে মনে করেন বাংলাদেশের ক্রিকেটের দিন বদলের এই রূপকার।
মাশরাফি বলেন, 'একটা কাজতো কমে গেলো, বড় দায়িত্ব ছিল কমে গেলো। সাধারণত এই টাইপের সময়টাতে কারোও ভালো লাগে কারও খারাপ লাগে। আমার মিশ্র। দুটো জিনিসই হচ্ছে। কিন্তু সত্যি বলতে এটা ভালো লাগছে যে অধিনায়ক হিসেবে দলকে একতা ভালো জায়গায় রেখে শেষ করতে পারছি, আর জিতেও শেষ হয়েছে।'