দুই কোচকে স্মরণ করলেন মাশরাফি

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফেঞ্জি করেসপন্ডেন্ট ||
খেলোয়াড়ি জীবনে অনেক কোচের সঙ্গে কাজ করেছেন মাশরাফি বিন মুর্তজা। অধিনায়ক হিসেবে তিনি চারজন কোচের সান্নিধ্য পেয়েছেন। ২০১৪ সালে চান্ডিকা হাথুরুসিংহের সময় ওয়ানডের অধিনায়কত্ব পেয়েছিলেন মাশরাফি।
এরপর অন্তর্বতীকালীন কোচ হিসেবে খালেদ মাহমুদ সুজনকে পেয়েছেন তিনি। স্টিভ রোডস এবং রাসেল ডমিঙ্গোর অধীনেও অধিনায়কত্ব করেছেন মাশরাফি। তবে অধিনায়কত্ব ছাড়ার সময় মাশরাফি দুজন কোচকে স্মরণ করেছেন মাশরাফি।

এদের মধ্যে থেকে হাথুরুরসিংহেকে সবচেয়ে এগিয়ে রেখেছেন মাশরাফি। তাঁর মতে এই লঙ্কান কোচ বাংলাদেশের ক্রিকেটকে একধাপ এগিয়ে নিয়ে গেছেন। এ ছাড়া সাকিব-তামিমদের উঠে আসার পেছনে অবদান রাখার জন্য জেমি সিডন্সকে স্মরণ করেছেন মাশরাফি।
তিনি বলেছেন, 'আমি হাথুরুসিংহেকে প্রথমে রাখবো। অনেকেই মনে করতে পারে হাথুরুসিংহের কারণে আমার টি-টোয়েন্টি থেকে রিটায়ার্ড হতে হয়েছে। আসলে কিন্তু তা না। আমি জেমি সিডন্সের কথা সব সময় বলে আসছি। সাকিব, তামিম, মুশফিক, রিয়াদদের তৈরি হওয়ার পেছনে তাঁর কিন্তু খুব বড় অবদান। এটা ওরাও অনেকবার বলেছে। হাথুরুর কথা এজন্য বলবো যে সে বাংলাদেশের ক্রিকেটকে একটা স্টেপে নিয়ে আসছে।'
যে সকল কোচের সঙ্গে কাজ করেছেন তিনি প্রত্যেককেই ধন্যবাদ জানিয়েছেন মাশরাফি। বিদায় বেলায় নতুন অধিনায়ক যে হবেন তাঁর জন্যও শুভকামনা জানিয়েছেন তিনি।
মাশরাফির ভাষ্যমতে, ‘সবার কাছ থেকে আমি দারুণ সমর্থন পেয়েছি। ক্রিকেটারদের কাছ থেকে, কোচদের কাছ থেকে। হাথুরুসিংহে, সুজন ভাই, রোডস, ডমিঙ্গো… সামনে যে অধিনায়ক হবে তার বড় বড় ম্যাচ আছে, বিশ্বকাপও আছে। আশা করি বাংলাদেশের সাফল্যকে অন্য মাত্রায় নিয়ে যাবে তারা।’