পরের বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে বাংলাদেশঃ মাশরাফি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফেঞ্জি করেসপন্ডেন্ট ||
২০২৩ বিশ্বকাপ ক্রিকেটের আসর বস্তে যাচ্ছে ভারতে। বিশ্বকাপের এই ১৩তম আসরের সেমিফাইনালে বাংলাদেশ খেলবে এমনটাই মনে করেন সদ্য সাবেক বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচ জয়ের পর সংবাদসম্মেলনে তিনি এই আশাবাদ ব্যাক্ত করেন।

মাশরাফি বলেন, 'এটা তো বলা আসলে কঠিন। তবে আমার বিশ্বাস পরের বিশ্বকাপে বাংলাদেশ অনেক ভালো করবে। এখন থেকেই মন বলছে।'
তিনি আর বলেন, 'সামনের বিশ্বকাপে বাংলাদেশ যার অধীনেই খেলুক, বিসিবি যার ওপরেই আস্থা রাখুক। এখন যারা তরুণ ওদের পিক টাইম থাকবে সে সময়। কোনো কারণ নেই, যেহেতু উপমহাদেশে খেলা। না খেলার কোনো কারণ দেখছি না আমি।'
জিম্বাবুয়ের এই ম্যাচের ভেতর দিয়ে অবসান ঘটলো মাশরাফির প্রায় ১ দশকের অধিনায়কত্বের ক্যারিয়ার। যেখানে তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন ৮৮টি ম্যাচে আর সতীর্থদের শেষ হাসি হাসিয়েছেন ৫০ ম্যাচে।