সাকিব তোমাকে মিস করছিঃ মাশরাফি

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফেঞ্জি করেসপন্ডেন্ট ||
ক্যারিয়ারে লম্বা সময় সাকিব আল হাসানের সঙ্গে খেলেছেন মাশরাফি বিন মুর্তজা। অধিনায়কত্ব ছাড়ার দিন তাই সাকিবের শূন্যতা অনুভব করেছেন তিনি। টিভি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, দীর্ঘদিনের সঙ্গী সাকিবকে মিস করছেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডে শেষে বাংলাদেশ দলের সবাই ২ নম্বর জার্সি পড়ে মাশরাফিকে সম্মানিত করেছেন। এজন্য সতীর্থদের ধন্যবাদ জানিয়েছেন মাশরাফি।

মাশরাফি বলেন, 'এরকম সম্মানের জন্য ছেলেদের ধন্যবাদ। কিন্তু আমি বলতে চাই সাকিবকে মিস করছি। সে প্রায় সবসময় আমার সঙ্গে ছিল। আমি মিস করছি তাঁকে।'
ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে এক বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন সাকিব। এই অলরাউন্ডার আরও শক্তিশালী হয়ে ফিরে আসবেন বলে বিশ্বাস মাশরাফির।
এই মুহূর্তে আমি বলতে চাই সাকিবকে আমি মিস করছি। সে আমাদের গর্বিত করেছে সবসময়। সে আজ এখানে নেই কিন্তু আমি আশাবাদী আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে।