promotional_ad

মাঠে নেমেছেন তামিম-লিটন

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ


বাংলাদেশঃ ১৮৮/০ (৩৪ ওভার) (তামিম ৮০*, লিটন ১০৬*; মুম্বা ০/২৮, টিশুমা ০/২৭) 


বৃষ্টির পর ব্যাটিংয়ে বাংলাদেশঃ বৃষ্টিতে বেশ কিছুসময় খেলা বন্ধ থাকার পর আবারো মাঠে নেমেছে বাংলাদেশ দল। ক্রিজে ব্যাটিং করছেন দুই ওপেনার লিটন কুমার দাস এবং তামিম ইকবাল।   


ওভার কমিয়ে খেলা শুরুর প্রস্তুতিঃ সিলেটে বৃষ্টি এরই মধ্যে থেমে জাওয়ায় খেলা শুরুর প্রস্তুতি নিচ্ছেন দায়িত্বরত আম্পায়াররা। আশা করা যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই মাঠে নামবে দুই দল। তবে বৃষ্টিতে বেশ কিছু সময় খেলা বন্ধ থাকায় ৭ ওভার কমিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অর্থাৎ দুই দলই ৪৩ ওভার ব্যাটিং করবে। সেক্ষেত্রে বাংলাদেশ আর ১০ ওভার ব্যাটিংয়ের সুযোগ পাচ্ছে। 


promotional_ad

সিলেটে বৃষ্টির প্রকোপঃ ৩৪তম ওভার চলাকালীন বৃষ্টি হানা দেয় সিলেটে। এরপর বেশ কিছু সময় খেলা বন্ধ থাকে। মাঝে কিছুক্ষণের জন্য বৃষ্টির প্রকোপ কমে আসলেও মাঠ ভেজা থাকায় খেলা শুরু করা সম্ভব হয়নি। 


লিটনের পর সেঞ্চুরির অপেক্ষায় তামিমঃ  লিটনের পর এবার টানা দ্বিতীয় সেঞ্চুরির অপেক্ষায় আছেন অভিজ্ঞ ওপেনার তামিম। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৭৯ রান সংগ্রহ করেন তিনি। আর তাঁর সঙ্গী লিটনের সংগ্রহ ১০২ রান। এর আগে দ্বিতীয় ওয়ানডেতে ১৫৮ রানের ইনিংস খেলেন তামিম। 


সতর্ক শুরুর পর লিটনের সেঞ্চুরিঃ জিম্বাবুয়ের আমন্ত্রণে ব্যাটিং করতে নেমে সতর্ক সূচনা করেন দুই ওপেনার তামিম ইকবাল এবং লিটন দাস। পাওয়ার প্লে তে দুজনই দেখেশুনে খেলার প্রতি মনোযোগ দেন। তবে সময় বাড়ার সঙ্গে হাত খুলতে থাকেন তারা। প্রথম ওয়ানডেতে ১২৬ রানের ইনিংস খেলা উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন সেঞ্চুরি তুলে নেন তৃতীয় ওয়ানডেতেও। তামিম ইকবালের সঙ্গে ১৮২ রানের উদ্বোধনী জুটি গড়েছেন তিনি। 


বাংলাদেশ একাদশঃ


তামিম ইকবাল, লিটন দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। 


জিম্বাবুয়ে একাদশঃ 


তিনাশে কামুনহুকামউই, রেগিস চাকাভা, ব্রেন্ডন টেলর (উইকেটরক্ষক), শন উইলিয়ামস (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, সিকান্দার রাজা, রিচমন্ড মুতুম্বামি, টিনোটেন্ডা মুটোম্বোডজি, ডোনাল্ড তিরিপানো, কার্ল মুম্বা ও চার্লটন টিসুমা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball