সিলেটে বৃষ্টি বেড়েই চলেছে
ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ।
সিলেটে বৃষ্টি বেড়েই চলেছেঃ
লিটন সেঞ্চুরি করলেও সেঞ্চুরির কাছাকাছি আছেন তামিম। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃষ্টি হওয়ায় বৃষ্টির কারণে আপাতত খেলা বন্ধ আছে। প্রায় ৩০ মিনিটের মতো খেলা বন্ধ। একটানা বৃষ্টি অবশ্য থেমে যায়। মাঠ থেকে সরিয়ে নেয়া হয় কাভার।
এরপর আবারও শুরু হয় বৃষ্টি। বৃষ্টির পরিমাণ বাড়ছেই।

এক ম্যাচ পরই লিটনের সেঞ্চুরিঃ
ইনিংস উদ্বোধন করতে নেমে সতর্ক সূচনা করেছেন তামিম ইকবাল ও লিটন দাস। পাওয়ার প্লে তে দুজনই দেখেশুনে খেলছেন। সময় বাড়ার সঙ্গে হাত খুলতে থাকেন এই দুজন। এক ম্যাচ পরই সেঞ্চুরির দেখা পেয়েছেন লিটন।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশঃ ১৮২/০ (৩৩.২ ওভার)
(তামিম ৭৯*, লিটন ১০২* )
বাংলাদেশ একাদশঃ
তামিম ইকবাল, লিটন দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশঃ
তিনাশে কামুনহুকামউই, রেগিস চাকাভা, ব্রেন্ডন টেলর (উইকেটরক্ষক), শন উইলিয়ামস (অধিনায়ক), ওয়েসলি মাধেভেরে, সিকান্দার রাজা, রিচমন্ড মুতুম্বামি, টিনোটেন্ডা মুটোম্বোডজি, ডোনাল্ড তিরিপানো, কার্ল মুম্বা ও চার্লটন টিসুমা।