দুই দশকের রেকর্ড ভাঙলেন তামিম-লিটন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সময়টা ১৯৯৯ সাল। বাংলাদেশ তখন ওয়ানডে ক্রিকেটে নবাগত দল। সে বছরের ২৫ মার্চ বাংলাদেশ খেলতে নেমেছিল জিম্বাবুয়ের বিপক্ষে। সেই ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামেন শাহরিয়ার হোসেন এবং মেহরাব হোসেন। ব্যাট করতে নেমে দুইজনে অবিচ্ছেদ্য ১৭০ রানের উদ্বোধনী জুটি উপহার দেন বাংলাদেশকে।

বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘ প্রায় ২১ বছরের পথচলায় এই ১৭০ রানের জুটি হয়ে ছিল বাংলাদেশের ওপেনিং জুটিতে সর্বোচ্চ করা রান হিসেবে। কিন্তু সেই দুই দশকের রেকর্ড ভেঙ্গে দিলেন তামিম ইকবাল এবং লিটন দাস মিলে। এই দু'জনও প্রতিপক্ষ হিসেবে বেছে নিলেন সেই জিম্বাবুয়েকেই।
সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। উদ্বোধনী ব্যাটসম্যান হিসাবে নামেন তামিম এবং লিটন। এই দুইজনের ব্যাটিং তান্ডবে ৩২.৩ ওভারে সেই ২১ বছর আগের করা রেকর্ড ভেঙ্গে যায়। শাহরিয়ার হোসেন এবং মেহরাব হোসেনের নাম হঠিয়ে তামিম এবং লিটন নিজেদের নাম লিখে রাখেন ইতিহাসের পাতায়।
এখন পর্যন্ত উদ্বোধনী জুটিতে ১০০+ রানের দেখা পেয়েছে বাংলাদেশ মোট ১০ বার। এর ভেতর ৫ বারই প্রতিপক্ষ জিম্বাবুয়ে।
এই রিপোর্ট লেখা অবধি ১০২ রানে অপরাজিত রয়েছেন লিটন দাস। আর তাকে সঙ্গ দিচ্ছেন তামিম ইকবাল ৭৯ রানে।