promotional_ad

দুই দশকের রেকর্ড ভাঙলেন তামিম-লিটন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


 


সময়টা ১৯৯৯ সাল। বাংলাদেশ তখন ওয়ানডে ক্রিকেটে নবাগত দল। সে বছরের ২৫ মার্চ বাংলাদেশ খেলতে নেমেছিল জিম্বাবুয়ের বিপক্ষে। সেই ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামেন শাহরিয়ার হোসেন এবং মেহরাব হোসেন। ব্যাট করতে নেমে দুইজনে অবিচ্ছেদ্য ১৭০ রানের উদ্বোধনী জুটি উপহার দেন বাংলাদেশকে। 



promotional_ad

বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘ প্রায় ২১ বছরের পথচলায় এই ১৭০ রানের জুটি হয়ে ছিল বাংলাদেশের ওপেনিং জুটিতে সর্বোচ্চ করা রান হিসেবে। কিন্তু সেই দুই দশকের রেকর্ড ভেঙ্গে দিলেন তামিম ইকবাল এবং লিটন দাস মিলে। এই দু'জনও প্রতিপক্ষ হিসেবে বেছে নিলেন সেই জিম্বাবুয়েকেই।


সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। উদ্বোধনী ব্যাটসম্যান হিসাবে নামেন তামিম এবং লিটন। এই দুইজনের ব্যাটিং তান্ডবে ৩২.৩ ওভারে সেই ২১ বছর আগের করা রেকর্ড ভেঙ্গে যায়। শাহরিয়ার হোসেন এবং মেহরাব হোসেনের নাম হঠিয়ে তামিম এবং লিটন নিজেদের নাম লিখে রাখেন ইতিহাসের পাতায়।


এখন পর্যন্ত উদ্বোধনী জুটিতে ১০০+ রানের দেখা পেয়েছে বাংলাদেশ মোট ১০ বার। এর ভেতর ৫ বারই প্রতিপক্ষ জিম্বাবুয়ে। 



এই রিপোর্ট লেখা অবধি ১০২ রানে অপরাজিত রয়েছেন লিটন দাস। আর তাকে সঙ্গ দিচ্ছেন তামিম ইকবাল ৭৯ রানে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball