১৫ ইনিংস পর উদ্বোধনী জুটিতে সেঞ্চুরি বাংলাদেশের

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে'তে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিং করছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে তিন ম্যাচ সিরিজ ইতোমধ্যেই নিশ্চিত করেছে মাশরাফি বিন মুর্তজার দল।
ইনিংস উদ্বোধন করতে নেমে সতর্ক সূচনা করেছেন তামিম ইকবাল ও লিটন দাস। পাওয়ার প্লে তে দুজনই দেখেশুনে খেলছেন। শুরুর ভাগেই ৫০ রানের জুটি গড়েছেন তারা। সেই সাথে রানের তুবড়ি ছুটিয়ে গড়েন ১০০ রানের উদ্বোধনী জুটি।

এর আগে বাংলাদেশ সর্বশেষ ১০০ রানের উদ্বোধনী জুটি গড়ে ২০১৯ সালের ৭ মে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের সেই ম্যাচে তামিম ইকবাল-সৌম্য সরকার মিলে গড়েছিলেন ১৪৪ রানের জুটি।
১০০ বা এর বেশি রানের উদ্বোধনী জুটি বাংলাদেশ দেখেছে এই পর্যন্ত মোট ১০ বার। যার ভেতর ৫টিই জিম্বাবুয়ের বিপক্ষে।
প্রথম অনন্য এই জুটি গড়েন আতাহার আলি খান এবং মোহাম্মদ রফিক মিলে। দুইজনের অবিচ্ছেদ্য উদ্বোধনী জুটিতে বাংলাদেশ ১৯৯৮ সালে প্রথম ১০০ এর বেশি রান পায় বাংলাদেশ। সেবার প্রতিপক্ষ ছিল কেনিয়া। দুইজনে মিলে দলের স্কোর শিটে যোগ করেন ১৩৭ রান।
দ্বিতীয়বারে ১০০ এর বেশি রানের জুটি গড়েন শাহরিয়ার হোসেন বিদ্যুৎ এবং মেহরাব হোসেন অপি মিলে। জিম্বাবুয়ের বিপক্ষে তাদের করা ১৭০ রানের জুটি এখন পর্যন্ত উদ্বোধনী জুটিতে সর্বাধিক রানের জুটি।
এরপর ২০১০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে, ২০১৪ তে পাকিস্তান এবং জিম্বাবুয়ের বিপক্ষে, ২০১৫ সালে দক্ষিন আফ্রিকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে, ২০১৮ সালে জিম্বাবুয়ে এবং ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০০'র বেশি রানের উদ্বোধনী জুটির দেখা পায় টিম বাংলাদেশ।