promotional_ad

অধিনায়ক মাশরাফির বিদায়ে সতীর্থদের আবেগঘন বক্তব্য

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডেতে মাঠে নামার আগে হুট করে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন মাশরাফি বিন মুর্তজা। দেশের সর্বকালের সেরা ওয়ানডে অধিনায়কের বিদায় সংবাদে দুঃখ প্রকাশ করেছেন তাঁর সতীর্থরা।


এই তালিকায় রয়েছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমসহ আরো অনেকে। অধিনায়ক মাশরাফিকে নিয়ে আবেগঘন উক্তি দিয়েছেন তারা। দেখে নেয়া যাক মাশরাফির বিদায় বেলায় তাঁকে নিয়ে সতীর্থদের বক্তব্যঃ


মুশফিকুর রহিমঃ 


মাশরাফি ভাইয়ের কোনো বদলী হয় না। তিনি আমাদের পরিবারের অংশ। তিনি আমাদের কাছে শুধু একজন বড় ভাই নন, বরং এর চেয়েও বড় কিছু। আমি অধিনায়ক হিসেবে তাঁকে মিস করবো। আমাদের দলে অনেক পরিবর্তন এসেছে তিনি যখন দায়িত্ব নেন অধিনায়ক হিসেবে। সেটা শুধু মাঠেই নন, মাঠের বাইরেও। আমি আশা করি তিনি যত দিন পারেন খেলবেন। তাঁর অধীনে এবং সঙ্গে খেলার অভিজ্ঞতা দারুণ। আমি আশা করি তিনি বাংলাদেশের ক্রিকেটকে আগামীতে আরো অনেক কিছু দেবেন। 


মাহমুদউল্লাহঃ


আমি তাঁর অধীনে খেলা অনেক উপভোগ করেছি। কারণ তিনি শুধু একজন অসাধারণ অধিনায়কই নন, বরং তিনি একজন বন্ধু ও বড় ভাই। ছয় বছর ধরে তিনি দলের দায়িত্বে আছেন এবং মাশাল্লাহ দলকে অনেক সাফল্য এনে দিয়েছেন। আমি তাঁর ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই এবং বাংলাদেশের ক্রিকেটে তিনি যে একজন কিংবদন্তি এতে সন্দেহ নেই। 


তামিম ইকবালঃ



promotional_ad

মাশরাফি ভাইকে নিয়ে এক বাক্যে বলা অনেক কঠিন। বাংলাদেশের ক্রিকেটের জন্য তিনি যে অবদান রেখেছেন তা ক্রিকেটার, ক্রিকেট বোর্ড এবং সমর্থকদের কখনো ভোলা উচিত নয়। তিনি আমাদের মধ্যে থাকবেন সবসময়। আমরা ২০১৫ সালে একটি অবস্থানে ছিলাম এবং তাঁর নেতৃত্বে আমরা ২০১৯ সালে উঠে এসেছি। আমরা বিশ্বে যেভাবে ওয়ানডেতে ছড়ি ঘুরিয়েছি সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে তাঁর জন্য। তিনি আমার এবং আমাদের জন্য যা করেছেন সেটা ভুলে যাওয়া অসম্ভব। আমি তাঁকে শুভকামনা জানাই এবং আশা করি তাঁকে একজন খেলোয়াড় হিসেবে আরো কিছুদিন পাবো।  


মুস্তাফিজুর রহমানঃ  


আমি যখন তাঁর সিদ্ধান্তটি শুনেছি তখন থেকেই আমি কষ্ট পাচ্ছি। মাশরাফি ভাইকে নিয়ে বলার মতো ভাষা আমার নেই। তিনি একমাত্র মানুষ যিনি আমাকে দলে এনেছেন। আমাদের সবার জন্য এটা বিষাদের একটি দিন। 


লিটন দাসঃ  


আমি অবশ্যই তাঁকে মিস করবো। তিনি বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক। ক্রিকেটারদের তিনি যে পরিমাণ সমর্থন দিয়েছেন সেটা ভাষায় প্রকাশ করা যাবে না, বিশেষ করে জুনিয়রদের। তাঁর অধিনায়কত্বে আমার অভিষেক হয়। আমার জন্য এটা অনেক বড় অর্জন। তিনি সবসময় আমার পাশে ছিলেন এবং আমি তাঁকে দেখেছি নতুন ক্রিকেটারদের দারুণভাবে সমর্থন যোগাতে। 


মোহাম্মদ মিঠুনঃ  


আমরা সবাই জানি তিনি অধিনায়ক হিসেবে কেমন ছিলেন এবং তিনি একজন বড় ভাই হিসেবে সবার চেয়ে আলাদা। আমরা তাঁর কাছে যেকোনো সমস্যা নিয়ে যেতাম এবং তিনি সবসময় আমাদের সমর্থন দিতেন। আমি কিছুক্ষণ হলো জানতে পেরেছি তিনি আর অধিনায়ক নন এবং আগামীকাল তাঁর শেষ ম্যাচ অধিনায়ক হিসেবে। অবশ্যই আমরা তাঁকে মিস করবো অনেক। আমরা যেখানেই এরপর খেলি না কেন তাঁকে একজন নেতা হিসেবে গণ্য করবো আমরা। 


তাইজুল ইসলামঃ 



শুধু আমাকে নয়, তাঁর বিদায় দেশের প্রত্যেক ক্রিকেটারকে আবেগী করেছে। আমরা যখন জাতীয় দলে আসি তখন থেকেই তিনি একজন গুরুত্বপূর্ণ সাপোর্ট হিসেবে ছিলেন আমাদের জন্য। আমরা তাঁকে ব্যক্তি এবং অধিনায়ক হিসেবে মিস করবো।  


মেহেদি হাসান মিরাজঃ 


আমি তাঁর অধীনে ৪০টির মতো ওয়ানডে খেলেছি। তিনি সবসময় আমার এবং দলের পাশে ছিলেন। আমরা তাঁকে মিস করবো। আমরা যারা দলে জুনিয়র তারা খুব কম সময় তাঁকে পেয়েছি। তবে যেটুকু সময় পেয়েছি সেটা বাকি জীবন মনে রাখবো আমরা। আমরা অনেক ভাগ্যবান। আমরা তাঁর অধিনায়কত্বে অনেক ম্যাচ জিতেছি।   


আল আমিন হোসেনঃ 


তিনি দেশের সবচাইতে সফল অধিনায়ক। তিনি দলের ত্রাণকর্তা হিসেবে সবসময় ছিলেন এবং আমাদের মধ্যে কোনো প্রকার নেতিবাচক প্রভাব পড়তে দেননি। যদি তিনি আরো কিছুদিন অধিনায়ক হিসেবে থাকতেন তাহলে আরো ভালো হতো। তবে এটা নিয়ম নির্ধারক এবং ব্যক্তির উপর নির্ভর করে। আমি দোয়া করি যেন তিনি আমাদের সঙ্গে ক্রিকেটার হিসেবে আরো কিছুদিন থাকেন।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball