promotional_ad

ভারতের কাছে হার বিদায় বেলাতেও পোড়াচ্ছে মাশরাফিকে

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


২০১৬ টি ২০ বিশ্বকাপে শেষ ওভারের চরম নাটকীয়তায় ভারতের কাছে এক রানে পরাজিত হয় বাংলাদেশ। অবিশ্বাস্য সেই হারের ক্ষত আজও বাংলাদেশের ক্রিকেট প্রেমী তথা ক্রিকেটারদের মানসপটে জাজ্বল্যমান।


বিশেষ করে সেই ম্যাচে অধিনায়কত্ব করা মাশরাফি বিন মুর্তজা হয়তো আমৃত্যু মনে রাখবেন ভারতের বিপক্ষে তীরে এসে তরী ডোবানো পরাজয়ের কথা। অধিনায়ক হিসেবে নিজের শেষ ওয়ানডেতে মাঠে নামার আগে বিশ্বকাপের সেই দুঃসহ স্মৃতি রোমন্থন করেন মাশরাফি। 



promotional_ad

জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগের দিন সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, 'সব থেকে কষ্টের ছিল ভারতের কাছে যখন এক রানে হারলাম। বিশ্বকাপে ওই রাতটা শুধু আমি নই, পুরো দলের জন্যই বীভৎস ছিল। আমরা সবাই হোটেলে এসে করিডোরে বসে ছিলাম। অধিনায়ক হিসেবে খেলোয়াড়দের দেখে খুবই খারাপ লেগেছে।'


ভারতের বিপক্ষে সেই ম্যাচের পর কেটে গেছে কয়েকটি বছর। এর মাঝে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হন মাশরাফি। যার মধ্যে গত বছরের ইংল্যান্ড বিশ্বকাপ ছিল উল্লেখযোগ্য। সেই বিশ্বকাপে মাত্র একটি উইকেট নিয়ে বেশ সমালোচিত হন তিনি। পাশাপাশি অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠে তাঁর। 


চ্যালেঞ্জিং সেই মুহূর্তের কথা মনে করে মাশরাফি বলেন, 'এরপর (ভারতের ম্যাচের পর) অনেক চ্যালেঞ্জিং সময় গিয়েছে, শেষ বিশ্বকাপ অবশ্যই। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা টুর্নামেন্টে টিকে ছিলাম কিন্তু যেভাবে বের হয়ে এসেছি ওটা কঠিন ছিল। ব্যক্তিগতভাবে আমি বলবো আমার জন্য প্রত্যেকটা হারই কঠিন ছিল।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball