promotional_ad

মুশফিকের ব্যাপারে সমঝোতা চান মাশরাফি

promotional_ad

|| ক্রিকফেঞ্জি করেসপন্ডেন্ট ||



সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে মুশফিকুর রহিমকে দলে না রেখেই স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিম ম্যানেজম্যান্টের সিদ্ধান্ত অনুযায়ী শেষ ম্যাচে খেলছেন না ডানহাতি এই ব্যাটসম্যান। ফলে দেশের মাটিতে চলতি সিরিজের শেষ ম্যাচে দর্শক হয়েই থাকতে হচ্ছে তাঁকে। পাকিস্তান সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেয়ায় এপ্রিলের সেই সিরিজের সম্ভাব্য দল নামানোর ঘোষণা দেয়াতেই দর্শক বনে গেলেন বাংলাদেশের এই উইকেটকিপার ব্যাটসম্যান। 


বিসিবির এই সিদ্ধান্তে কিছুটা নারাজ বাংলাদেশ দলপতি মাশরাফি বিন মুর্তজা। তিনি মনে করেন দুই পক্ষের ভেতর আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা উচিত।



promotional_ad

মাশরাফি বলেন,  'এগুলো কিন্তু ছোটোখাটো টেকনিক্যাল সিদ্ধান্ত। এগুলো অধিনায়কও নিতে পারে না। আমি মনে করি যে মুশফিক এমন একজন ক্রিকেটার, আমার কাছে মনে হয় যে সে যদি কখনো খারাপ সময়ে যায়, আমার চিন্তা করতে হবে যে সে কী পরিমাণ রান করেছে। বাংলাদেশ জেতার পেছনে তাঁর অবদান। আপনারা যারা ঘাটাঘাটি করছেন, জানেন যে চার নম্বরে মুশফিকই বিশ্বের এক নম্বর ক্রিকেটার। সব যদি আপনি কন্সিডারের জায়গায় আনেন, যে ছেলেটা বাংলাদেশের হয়ে ১০-১২টা বছর খেলেছে। ও যেন মানসিক চাপে না থাকে সেটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খেয়াল রাখা উচিত।'


জিমাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের পূর্বের সংবাদসম্মেলনে তিনি এ কথা জানান।


তিনি আরও বলেন, 'আমি মনে করি এটা। এই যে একটি প্রক্রিয়া এটা যদি মুশফিকের সাথে স্বাভাবিকভাবে আলোচনা করা হয়, মুশফিককে যদি বোঝানো সম্ভব হয় যে এটা হচ্ছে আমার প্রক্রিয়া, তোমার ধারণা কী। তখন যদি দুই পক্ষ একটা বিষয়ে আসতে পারে তাহলে এটা আলোচনার বিষয় না। বোর্ড থেকে মুশফিকের প্রতি একটা সিদ্ধান্তে আসা বা তাঁকে জানিয়ে দেয়া। যেটাতে মুশফিকও মানসিকভাবে চাঙ্গা থাকবে, এবং বোর্ডের পরিকল্পনাও সফল হবে। সেই জায়গাটা আসতে পারলে আমি মনে করি ঠিক আছে।'



পাকিস্তান সিরিজ থেকে নিরাপত্তা ইস্যুতে নিজের নাম সরিয়ে নেয়ার শুরু থেকেই মুশফিকের ওপর কিছুটা নাখোশ বিসিবি। এমনকি চলতি জিম্বাবুয়ে সিরিজেও গুঞ্জন উঠেছিল তাঁকে দলে রাখা না রাখা নিয়ে। প্রথম দুই ওয়ানডে খেললেও তৃতীয় ওয়ানডেতে তাঁকে বাদ দিয়েই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থাটি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball