আমি শেষ, এটা এখানেই শেষঃ মাশরাফি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
অধিনায়কত্বের গোধূলিলগ্নে মাশরাফি বিন মুর্তজা। দিয়ে দিলেন অধিনায়কত্ব থেকে অবসরের ঘোষণা। তবে অধিনায়কত্ব ছেড়ে দিলেও অবসর নিচ্ছেন না তিনি। দলের অংশ হয়ে থাকার ইচ্ছের কথা জানিয়ে দিয়েছেন মাশরাফি।
বিশ্বকাপের পর থেকেই প্রশ্ন উঠতে থাকে মাশরাফির অধিনায়কত্ব নিয়ে। গুঞ্জন উঠে তার অবসর নিয়েও। অনেকসময় দেখা গিয়েছে তার ব্যক্তিগত জীবন নিয়েও প্রশ্ন উঠতে। কিন্তু বিদায়বেলা বাংলাদেশের এই কান্ডারি বললেন ক্ষোভ থেকে নয়, অধিনায়কত্ব ছাড়ছেন তিনি স্বচ্ছায়। এখানে বোর্ডের কোনো চাপ বা বাহিরের কোনো চাপ নেই।

তিনি বলেন, 'আপনারা সবসময় যদি এসব বের করতে চান তাহলে খারাপ। আমি আগেই বলেছি যে অভিমান বা রাগ দেখানো বা ক্ষোভ দেখানো এগুলো কেন দেখাবো। অনেকের থাকে বা থাকে না। অনেকে বলতে পারে। এরকম সামনে বলার আমি তো না। আর সত্যি বলতে অভিমান না।'
বৃহস্পতিবার ম্যাচপূর্ব সংবাদসম্মেলনে তিনি তার অবসরের ঘোষণা দিয়ে এ কথা বলেন।
বাংলাদশের সবচেয়ে সফলতম অধিনায়ক আরও বলেন, 'আমাকে একটা দায়িত্ব দেয়া হয়েছিল। আপনাদের সামনেই বললাম, আমি শেষ। এটা এখানেই শেষ। এর মধ্যে যা কিছুই হয়েছে মতের পক্ষে বা বিপক্ষে সবকিছু নিয়েই কিন্তু এই পর্যন্ত এগিয়ে আসতে হয়েছে। আমি নিশ্চিত যে আমি যদি কোনো ভুল করে থাকি, তাহলে আমাকেও সেটা বলেছে তাঁরা যে ঠিক আছে। সামনের ম্যাচে ঠিক করতে হবে। আবার আমার কাছেও যদি কিছু খারাপ লেগে থাকে। আমিও সেভাবে বলেছি। যেকোনো কম্বিনেশনে এভাবেই সামনে এগিয়ে যেতে হয়।'
২০১০ সাল থেকে বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে দলকে নিয়ে গিয়েছেন অনন্য এক উচ্চতায়। তারই হাত ধরে প্রথম আন্তর্জাতিক শিরোপার স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এখন পর্যন্ত দলকে নেতৃত্ব দিয়েছেন ৮৭টি ম্যাচে। জয় পেয়েছেন ৪৯টিতে। শুক্রবার (৬ মার্চ) জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের হাফসেঞ্চুরির অপেক্ষায় টাইগার এই দলপতি। এই ম্যাচে জিতলে অধিনায়ক হিসেবে ৫০টি ম্যাচ জয়ের কীর্তি গড়বেন মাশরাফি।