বোর্ড নয়, আমার সিদ্ধান্তঃ মাশরাফি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে অধিনায়কত্বের ইতি টেনেছেন মাশরাফি বিন মুর্তজা। বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন ডানহাতি এই পেসার। তবে অধিনায়কত্ব ছেড়ে দিলেও অবসর নিচ্ছেন না তিনি। দলের অংশ হয়ে থাকার ইচ্ছের কথা জানিয়ে দিয়েছেন মাশরাফি।
কেন হঠাৎ তার এই সিদ্ধান্ত। নিজের ইচ্ছায়? না এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ। উত্তরটা দিলেন খোদ মাশরাফি নিজেই। জানালেন বোর্ডের সিদ্ধান্তে নয়, সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্তেই অধিনায়কত্ব ছেড়েছেন তিনি।
ম্যাশ বলেন,' এটা পুরোপুরি আমার সিদ্ধান্ত, বোর্ডের নয়... সিদ্ধান্ততো নিতেই হবে যেহেতু সামনে বিশ্বকাপ আসছে ২০২৩ এ। যেহেতু সবাই কথা বলছে তাই আমার মনে হয়েছে এটাই উপযুক্ত সময়। নতুন কেউ আসুক, সে দলকে এখন থেকেই গুছিয়ে নিক। তবে আমি আশা করব যেটা প্ল্যান করা হয়েছে সেটা যেন স্ট্রিক্ট থাকে। আমি বিশ্বাস করি, আমি পেশাদার হিসেবেই সিদ্ধান্তটা নিয়েছি। '

তিনি আরও বলেন, 'সবাই বলছে, যদি বাহিরের কথা চিন্তা করি তাহলে সবাই চাচ্ছে যে ২০২৩ বিশ্বকাপে এ নতুন অধিনায়ক আনার সময় হয়েছে। আমি মনে করি আমার একটু ভাবা উচিত। ... আমি আসলে অতো ভাবতে পারি না। আজ সকালে মনে হয়েছে। কালকে পর্যন্ত কিছু মনে হয়নি, সকালেই মনে হয়েছে।'
ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি। তার অধীনে ২০১৫ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের পাশাপাশি ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। তবে ২০১৯ বিশ্বকাপে মাত্র তিনটি ম্যাচ জিতে মাশরাফি বাহিনী।
২০১০ সালে দলের গুরুদায়িত্ব বুঝে পেয়েছিলেন ম্যাশ। কিন্তু হাঁটুর ইনজুরির কারণে ঠিকভাবে পারেননি সেই দায়িত্বে মনোনিবেশ করতে। এরপর ২০১৪ সালে ফের পুরোদমে টাইগারদের দায়িত্ব বুঝে নেন টাইগার এই দলপতি।
এখন পর্যন্ত ৮৭ ম্যাচে টাইগারদের নেতৃত্ব দিয়েছেন ম্যাশ। নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশকে দুইটি বিশ্বকাপে। বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। দেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ জয়ের রেকর্ডটিও তার।
৮৭ ম্যাচে অধিনায়কত্ব করে জয় পেয়েছেন ৪৯টি ম্যাচে। শুক্রবার (৬ মার্চ) জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের হাফসেঞ্চুরির অপেক্ষায় টাইগার এই দলপতি। এই ম্যাচে জিতলে অধিনায়ক হিসেবে ৫০টি ম্যাচ জয়ের কীর্তি গড়বেন মাশরাফি।