promotional_ad

গামিনির বাধায় ইনডোরের নেট থেকে বিতাড়িত ইমরুল

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


মিরপুর স্টেডিয়ামে চলছিল বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দলবদল। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) দলবদলের শেষ দিনে লিজেন্ডস অব রুপগঞ্জে নাম লেখান সাব্বির রহমান, সোহাগ গাজীরা। ব্রাদার্স ইউনিয়নও এদিন সকালে দলবদলের কাজ সম্পন্ন করেছে। তুষার ইমরান, মাইশুকুর রহমানরা ব্রাদার্সে যোগ দিয়েছেন।


বৃহস্পতিবার দলবদল চলাকালীনই মিরপুর স্টেডিয়ামের ইনডোরে একঝাঁক ক্রিকেটার আগামী ১৫ মার্চ শুরু হতে চলা প্রিমিয়ার লিগের প্রস্তুতিতে ব্যস্ত। ইনডোরে গিয়ে দেখা গেল নুরুল হাসান সোহান, ইমরুল কায়েস, নাঈম ইসলামরা ব্যাটিং করছেন।


বোলিং মেশিনে ব্যাটিং করছিলেন ইমরুল। পাশের নেটে পালাক্রমে সোহান ও নাঈম ব্যাটিং করেন। তাদেরকে বোলিং করছিলেন শরীফউল্লাহসহ কয়েকজন নেট বোলার। উপস্থিত ছিলেন বিসিবির কোচ ও প্রাইম দোলেশ্বরে হেড কোচ মিজানুর রহমান বাবুল। পরে মার্শাল আইয়ুবও আসেন ইনডোরে।


বেলা ১২টার আগে ইনডোরে আসেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। তার আগেই সোহরাওয়ার্দী শুভকে নিয়ে ইনডোরের ঘাসের উইকেটে ব্যাটিং করতে চলে যান ইমরুল। দুজনই এবার শেখ জামালের হয়ে খেলবেন প্রিমিয়ার লিগ।


promotional_ad

মিনিট ১৫ পরেই গজরাতে গজরাতে ইনডোরে আসেন ইমরুল। দ্রুত প্যাড খুলে ফেলেন। রাগত স্বরে সহকারীকে নির্দেশ দেন কফিন ঘুচাতে। ঘড়ির কাটা বলছিল সময় তখন সাড়ে ১২টা। বাঁহাতি এই ওপেনারের হুট করে অগ্নিশর্মা হওয়ার কারণটা জানা গেল একটু পরই।


নেটে ব্যাটিং করার সময়ই মিরপুর স্টেডিয়ামের কিউরেটর গামিনি ডি সিলভার বাধার মুখে পড়েন ইমরুল। গামিনি তাকে নেট ছেড়ে যেতে বলেন। এসব উইকেট জাতীয় দলের ক্রিকেটারদের জন্য। এখানে ব্যাটিং করতে হলে অনুমতি নিতে হবে।


অনুমতি ছাড়া ব্যাটিং করা যাবে না। জাতীয় দলে নেই বলে সেখানে ইমরুল ব্যাটিং করতে পারবেন না। গামিনির সোজা নির্দেশ। লঙ্কান এই কিউরেটর কর্তৃক বিতাড়িত হন এই অভিজ্ঞ ক্রিকেটার এবং নেট থেকে বের হয়ে যান।


ওয়াশরুমে ফ্রেশ হয়ে আবারও নেটের দিকে এগিয়ে যান ইমরুল। সেখানে তখন গামিনিও ছিলেন। মিনিট দশেক দুজনের মধ্যে কথা হয়। দূর থেকে দেখে মনে হয়েছে, সেই কথায় বেশ ঝাঁঝ মেশানো ছিল। তখন পাশের নেটে ব্যাটিং করছিলেন মুমিনুল। পরে ফেরার সময় ইমরুল অবশ্য এই বিষয়ে কথা বলতেই রাজি হলেন না।


তার মিনিট পাঁচেক পরই ইনডোর থেকে বের হন গামিনি। ইমরুলের সঙ্গে কি হয়েছে জানতে চাইলে লঙ্কান এই কিউরেটর বলেন, ‘আমি জানি না, ওকে জিজ্ঞেস কর (আই ডোন্ট নো, আস্ক হিম)।’ এসময় বেসরকারি এক টিভি চ্যানেলের ক্যামেরাকে হাত দিয়ে ধাক্কা দেন গামিনি। এবং দ্রুতপায়ে ইনডোর ত্যাগ করেন তিনি।


ঘটনাস্থলে উপস্থিত এক ক্রিকেটার বলছিলেন, ‘এই হলো আমাদের অবস্থা। উনার (ইমরুল) মতো ক্রিকেটারের অবস্থা যদি এই হয়, তাহলে বোঝেন অন্যদের কি অবস্থা? এটা খুবই অশোভন। জাতীয় দলের অনুশীলন তো এখন নেই। আর উনি তো নভেম্বরেই ভারতে খেলে এসেছে। বিপিএলে ভালো করায় পাকিস্তানেও যেতে পারতো। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে যেতে পারেনি।’


লঙ্কান কিউরেটর গামিনি বিসিবিতে চাকরি করছেন ১২ বছর ধরে। মূলত আম্পায়ার হলেও বিসিবির এক পরিচালকের সুপারিশে ২০০৮ সালে বিসিবিতে যোগ দেন তিনি কিউরেটর হিসেবে। অনেক সমালোচনার তোপের পরও অজানা কারণে বারবারই নবায়ন হয় তার সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ।


যদিও তার বিষয়ে অভিযোগের অন্ত নেই। বিশেষ করে ক্রিকেটাররা প্রায়ই গামিনির কাছে অপমানের শিকার হন। কিন্তু অভিবাবক বিসিবি চুপ থাকায় ক্রিকেটারদেরকে হজম করতে হয় এসব অপমান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball