খেলবেন না জেনেও ভেঙে পড়েননি মুশফিক!

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফেঞ্জি করেসপন্ডেন্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে দর্শক হিসেবে থাকবেন মুশফিকুর রহিম। টিম ম্যানেজম্যান্টের সিদ্ধান্ত অনুযায়ী শেষ ম্যাচে খেলছেন না ডানহাতি এই ব্যাটসম্যান।

এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। তাই জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচে খেলানো হবে পাকিস্তান সফরের সম্ভাব্য দলকে। সে ক্ষেত্রে মুশফিককে বাইরে রেখেই একাদশ সাজাবে টিম ম্যানেজম্যান্ট।
নিরাপত্তার ইস্যুতে শুরু থেকেই পাকিস্তান যেতে অসম্মতি জানান মুশফিক। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে আবারও দলে ফিরলেও শেষ দফায় পাকিস্তান যেতে আবারও রাজি হননি তিনি।
শেষ ওয়ানডেতে দলে না থাকলেও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচের আগের দিন সবার আগে অনুশীলনে আসেন মুশফিক। কারণ ১টা ৩০ মিনিটে দলের অনুশীলন শুরু হওয়ার হওয়ার কথা ছিল।
অনুশীলন সময়ের আগেই ১১টা ৫০ মিনিট একা মাঠে আসেন মুশফিক | ১২টা থেকে ১৫ মিনিট স্প্রিন্ট টানেন তিনি। এরপর ব্যাটিং অনুশীলন করতে দেখা যায় ডানহাতি এই ব্যাটসম্যানকে।
শুক্রবার সিরিজের শেষ ওয়ানডেতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।