থমাসের আগুনে বোলিংয়ে দিশেহারা লঙ্কানরা

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ২৫ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে লেন্ডল সিমন্সসহ দলের ব্যাটসম্যানদের কার্যকরী ইনিংস এবং পরবর্তীতে ওশান থমাসের দুর্দান্ত বোলিংয়ে এই জয় তুলে নিয়েছে ক্যারিবিয়ানরা। ৩ ওভারে ২৮ রান খরচায় ৫ উইকেট শিকার করেন পেসার এই পেসার। তাঁর আগুনে বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করতে হয় লঙ্কানদের। এছাড়া ২টি উইকেট নেন রোভম্যান পাওয়েল।
টস হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১৯৬ রান করে ক্যারিবিয়ানরা। উদ্বোধন করতে নামা সিমন্স ইনিংসের শেষ পর্যন্ত ৫১ বলে ৬৭ রান করে অপরাজিত থাকেন। তাঁর সঙ্গী, আরেক ওপেনার ব্রেন্ডন কিং করেন ২৫ বলে ৩৩ রান।
এছাড়া আন্দ্রে রাসেল ১৪ বলে দুটি চার ও চারটি ছক্কায় ৩৫ রান এবং অধিনায়ক কাইরন পোলার্ড ১৫ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ৩৪ রান করেন। শ্রীলঙ্কার হয়ে একটি করে উইকেট নেন লাসিথ মালিঙ্গা, ইসুরু উদানা, লক্ষন সান্দাকান ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।

জবাবে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। মাত্র ৫৬ রানের মধ্যেই পাঁচটি উইকেট হারায় শ্রীলঙ্কা। পাঁচজনকেই বিদায় করেন গতি তারকা থমাস। একপ্রান্ত অবশ্য আগলে রাখেন ওপেনার কুশল পেরেরা। ষষ্ঠ উইকেট জুটিতে হাসারাঙ্গাকে সঙ্গে নিয়ে ৮৭ রান তোলেন তিনি। ৩৪ বলে ৪৪ রান করে ফিরে যান হাসারাঙ্গা। এরপর রাসেলের বলে বোল্ড হয়ে ফেরেন পেরেরাও।
যাওয়ার আগে ৩৮ বলে ছয়টি চার ও তিনটি ছক্কায় ৬৬ রান করেন তিনি। পেরেরা ফেরার পর জয়ের রাস্তা থেকে সরে যায় শ্রীলঙ্কা। পরবর্তীতে আর কোনো ব্যাটসম্যান ক্যারিবিয়ানদের সামনে বাঁধা হয়ে দাঁড়াতে পারেননি।
সংক্ষিপ্ত স্কোরঃ
ওয়েস্ট ইন্ডিজঃ ১৯৬/৪ (২০ ওভার) (সিমন্স ৬৭, রাসেল ৩৫; মালিঙ্গা ১/৩৭, হাসারাঙ্গা ১/৩৩)
শ্রীলঙ্কাঃ ১৭১/১০ (১৯. ১ ওভার) (কুশল ৬৬, হাসারাঙ্গা ৪৪; থমাস ৫/২৮, পাওয়েল ২/৩১)