লিটনকে তিন ফরম্যাটের সঙ্গী বানাতে চান তামিম
ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফেঞ্জি করেসপন্ডেন্ট ||
লিটন দাসকে তিন ফরম্যাটেই নিজের সঙ্গী বানাতে চান তামিম ইকবাল। প্রতিশ্রুতিশীল এই ওপেনারকে লম্বা সময়ের জন্য নিজের সঙ্গে সবগুলো ফরম্যাটে পেলে উপকৃত হবে বাংলাদেশ, মনে করছেন তামিম।
সাম্প্রতিক সময়ে টেস্টে তামিমের সঙ্গে ওপেন করে থাকেন সাদমান ইসলাম অনিক। অভিষেক হয়েছে সাইফ হাসানেরও। রঙিন পোশাকের ক্রিকেটে অবশ্য বাংলাদেশ দলে অনেক ওপেনার।

তামিম, লিটন ছাড়াও আছেন ইমরুল কায়েস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত ও নাঈম শেখরা। সঙ্গী হিশেবে সবার মধ্যে থেকে লিটনকেই মনে ধরেছে তামিমের।
আন্তর্জাতিক ক্রিকেটে এক সময় ওয়ানডে এবং টেস্টে একই উদ্বোধনী জুটি দেখা যেতো। সেই ফর্মুলা চান তামিমও
বুধবার মিডিয়াকে তিনি বলেন, 'ভালো একটা ওপেনিং জুটি থাকলে দলের জন্য অবশ্যই ভালো। আপনি যদি ইতিহাস দেখেন যারা বড় বড় ক্রিকেটার আছেন, ভালো ভালো উদ্বোধনী জুটি কিন্তু তারা গড়েছেন। এটা যেকোনো দলকে সাহায্য করে।
লিটন এখন ভালো করছে। আমিও যদি আরও ভালো করা শুরু করি, আমরা যদি একটা বড় জুটি গড়তে পারি। বড় জুটি গড়া মানে হচ্ছে আমরা যদি একইসাথে সব ফরম্যাটে ওপেন করতে পারি অথবা একসাথে যদি অনেকদিন খেলতে পারি, তাহলে দল লাভবান হবে।'