promotional_ad

সেঞ্চুরির আগের রাতে তামিমকে অনুপ্রাণিত করেন পাপন

ছবি- বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৩৬ বলে ১৫৮ রান করেন তামিম ইকবাল। যা কিনা বাংলাদেশের পক্ষে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এই ম্যাচ দিয়েই দীর্ঘ দিন পর পুরনো রূপে আবির্ভাব ঘটেছে অভিজ্ঞ এই ওপেনারের। 


রেকর্ডের খাতায় নাম লেখানো তামিম অবশ্য সকল কৃতিত্ব দিচ্ছেন টিম ম্যানেজমেন্ট, সতীর্থ এবং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে। রেকর্ড গড়া ম্যাচটির আগের দিন বোর্ড প্রধান তামিমকে ফোন দিয়ে সাহস যোগান। 



promotional_ad

এই প্রসঙ্গে তামিম বলেন, 'বোর্ড থেকে শেষ খেলার আগের দিন আমাকে সভাপতি ফোন দেন। উনি সুন্দর অনেক কথা বলেছেন যেগুলো আসলে ভালো লাগার মতো। আমি চেষ্টা করবো এবং সবসময় চেষ্টা করি ভালো কিছু করার, হয়তো সবসময় সম্ভব হয় না। এভাবেই চেষ্টা করবো, দেখা যাক সামনে কি হয়।' 


সতীর্থ, টিম ম্যানেজমেন্ট এবং বোর্ড সভাপতির আস্থার প্রতিদান দিতে পেরে সন্তুষ্ট তামিম। তিনি বলেন, 'অনেকেরই এর পেছনে কৃতিত্ব দেয়া উচিত। টিম ম্যানেজমেন্ট বলেন কিংবা আমার সতীর্থরা বলেন। তারা আমার প্রতি বিশ্বাস রেখেছে। একটা মিনিটের জন্যেও তারা বিশ্বাস হারায়নি। হয়তো মাঝে মাঝে আমিও যখন হতাশ হয়ে যাচ্ছিলাম তারা নিশ্চিত করেছে যেন না হই।'


জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। মঙ্গলবার (৩ মার্চ) ৪ রানের রুদ্ধশ্বাস জয় দিয়ে সিরিজ নিজেদের করে নেয় মাশরাফি বিন মুর্তজার দল। আগামী ৬ মার্চ (শুক্রবার) শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball