আমার রেকর্ড পরের বছরেই ভাঙতে পারেঃ তামিম
ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফেঞ্জি করেসপন্ডেন্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৫৮ রানের অবিস্মরণীয় একটি ইনিংস খেলেন তামিম ইকবাল। এটা শুধু তামিমের নয়, ওয়ানডেতে যেকোনো বাংলাদেশির পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রানের সংগ্রহ। তবে এই রেকর্ডটি খুব দ্রুতই ভেঙে যাবে, মনে করছেন তামিম।
তামিমের মতে, এই রেকর্ডটি ভাঙতে পারেন মুশফিকুর রহিম। এছাড়া লিটন দাস বা নাজমুল হোসেন শান্তর মতো প্রতিশ্রুতিশীল ওপেনাররাও রেকর্ডটি ভেঙে দিতে পারেন বলে মনে করছেন তামিম।

বুধবার তামিম বলেন, 'আমার কাছে মনে হয় না যে রেকর্ডটা বেশিদিন থাকবে। আমি অনুমান করছি যে ২-৩ বছরের মধ্যেই ভেঙে যাবে। হয়তো পরের বছরেই ভেঙে যেতে পারে।
মুশফিক আমার রেকর্ড ভাঙার জন্য যথেষ্ট সামর্থ্যবান। শুধু সে না, আমাদের দলে তরুণ যে খেলোয়াড়রা আছে এখন যেমন লিটন বা শান্ত- ওদেরও বেশ সামর্থ্য আছে।'
গত ইনিংসের আগের দশ ইনিংস মিলিয়ে মাত্র একটি হাফ সেঞ্চুরি করেন তামিম। লম্বা সময় ধরে অফফর্ম যায় তাঁর। এমন দুঃসময়েও তাঁর প্রতি বিশ্বাস না হারানোর জন্য দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
তামিম আরও বলেন, 'আমি খুব কৃতজ্ঞ আমার ম্যানেজমেন্ট বা দলের সবার উপর। ওরা আমাকে একটা মুহূর্তও অনুভব করতে দেয়নি যে আমার কাছে যেমন আশা করে আমি অমনটা দিতে পারছি না। এই ইনিংসের পুরো কৃতিত্ব ওদের কাছেই যায়।'