promotional_ad

‘ভবঘুরে’ প্রিমিয়ার লিগ ও দলবদলের সোনালী সময়

ছবি- সংগৃহীত
promotional_ad

|| স্পেশাল করেসপন্ডেন্ট ||


সিলিংয়ে ঝোলানো হয়েছে অনেকগুলো বেলুন। কনফেত্তিও ঝুলছে। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) অফিসে সকাল থেকেই বেশ সাজসাজ রব। কর্মকর্তারা বেশ ব্যস্ত। দিনভর ক্রিকেটার, গণমাধ্যমকর্মী, ক্যামেরার উপস্থিতিতে অনেকটা গমগমে পরিবেশ।


সিসিডিএমের কর্মকর্তাদের জন্য বছরের এই দিনগুলোর অভিজ্ঞতা নতুন নয়। প্রতি বছরই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের জন্য ক্রিকেটারদের দলবদলের সময় এমন ব্যস্ত সময় কাটে সিসিডিএমের। সেটাও কয়েকদিনের জন্য। তাছাড়া বাকি সময়টাতে সিসিডিএম অফিসে মানুষের পা পড়ে খুব কমই।  


মিরপুর স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ের মূল অংশ থেকে কিছুটা বিচ্ছিন্নই বলা যায়। এক প্রান্তে পড়ে থাকা অফিসটা সারা বছরই প্রায় শুনশান নীরবতায় আচ্ছন্ন থাকে। ২০১৯-২০২০ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগে ক্রিকেটারদের দলবদলের কারণে মঙ্গলবার (০৩ মার্চ) আবার সরগরম হলো সিসিডিএম কার্যালয়। দলবদল চলবে ৫ মার্চ পর্যন্ত। আরও দুদিন সরব থাকবে এই অফিসটা।


দলবদলের সোনালী অতীতঃ 


ঘোড়ার গাড়ি, সমর্থকদের মিছিল-স্লোগানে কেঁপে উঠত স্টেডিয়াম প্রাঙ্গন, ক্লাবের পতাকা নিয়ে হুল্লোড় পড়তো, ঢাক-ঢোলের কান ফাটানো বাদ্যÑ প্রিমিয়ার লিগে ক্রিকেটারদের দলবদলের নিয়মিত চিত্র ছিল এটি। সিসিডিএম কার্যালয় বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে ২০১৪ সালে মিরপুর স্টেডিয়ামে বসতি গড়ার পর থেকেই এসব দৃশ্য সোনালী অতীত হয়ে পড়েছে। ২০১১-১২ মৌসুমে শেষবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে হয়েছিল ক্রিকেটারদের দলবদল।  


promotional_ad

মঙ্গলবার সকালে যেমন নীরবে ছয় ক্রিকেটারের দলবদল সম্পন্ন করে আবাহনী। বের হওয়ার মুখে কয়েকটি টিভি ক্যামেরা ধরতে পেরেছিল আমিনুল ইসলাম বিপ্লব, যুব বিশ্বকাপ জয়ী তানজিম হাসান সাকিবকে। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের হয়ে ক্রিকেটারদের দলবদল মনোযোগ কাড়েনি কারোই। দুপুরের পর মোহাম্মদ আশরাফুল শেখ জামাল ধানমন্ডি ক্লাবে নাম লেখাতে আসলে কিছুটা হুড়োহুড়ি তৈরি হয়। টিভি ক্যামেরা তাকে অনুসরণ করেছে পুরো সময়। এর মাঝে পারটেক্স স্পোর্টিং ক্লাব, খেলাঘর সমাজ কল্যাণ সমিতিও নীরবেই দলবদলের কার্যক্রম সম্পন্ন করে ফিরে গেছে।


প্রথম দিনের শেষ ঘন্টায় সিসিডিএম কার্যালয় কিছুটা আবহ ফিরে পেল দলবদলের। দুধের স্বাদ ঘোলে মেটানোর মতোই যৎ কিঞ্চিত উত্তাপ টের পাওয়া গেল। যার পুরো কৃতিত্বই ঐতিহ্যবাহী মোহামেডানের। ক্রিকেটে অনেক বছর ধরেই নিষ্ক্রিয় সাদা কালো শিবির। ২০০৮-০৯ মৌসুমের পর থেকে ট্রফিশূন্য মোহামেডান ক্রিকেটে দল গঠনে মনোযোগী হয়েছে।


নব্বইয়ের দশক থেকে ক্লাবটির মাঠের নিবেদিত কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু অভিমানে ৮ বছর দূরে ছিলেন। এবার ক্লাবের তাঁবুতে ফিরেছেন তিনি। তাসকিন আহমেদ, আব্দুর রাজ্জাক, আবু হায়দার রনিদের নিয়ে সিসিডিএমে আসেন টিটু। এদিন যুব বিশ্বকাপ জয়ী পারভেজ হোসেন ইমন, আবু জায়েদ রাহী, শামসুর রহমান শুভ, শুভাগত হোমসহ ১০ ক্রিকেটার নাম লেখান মোহামেডানে।


ক্রিকেটাররা এসেছেন ক্লাবটির সমর্থকদের তৈরি করা সাদা কালো টি-শার্ট গায়ে জড়িয়ে। তাসকিন-রাজ্জাকরা স্বাক্ষর করার করতালি পড়লো। স্লোগান না হলেও কেউ একজন দুটি বেলুন ফুটিয়ে আওয়াজ তুললেন। ক্রিকেটারদের নিয়ে গ্রুপ ছবিতে অংশ নেন কর্মকর্তারা। ক্লাবের লোগো সম্বলিত একটি স্মারকও তুলে দেয়া হলো অভিজ্ঞ রাজ্জাকের হাতে।
তাতেই দলবদলের সোনালী সময়টার স্মৃতি যেন উঁকি দিল সবার মনে। 


‘ভবঘুরে’ প্রিমিয়ার লিগ


মুজিব বর্ষ উপলক্ষে এবার ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় আসর প্রিমিয়ার লিগের নামকরণ করা হয়েছে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা, মাঠ সংকট, মান সম্পন্ন উইকেটের অভাবে প্রিমিয়ার লিগ এবার যেন ‘ভবঘুরে’ হয়ে পড়ছে! দলবদলের মাধ্যমেই যার শুরুটা। ঢাকা ও সিলেট দুই জায়গায় এবার দলবদল হচ্ছে। জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের কারণে ৫ মার্চ বিকেলে সিলেটে টিম হোটেলে দলবদল করবেন জাতীয় দলের ক্রিকেটাররা। এদিকে ঢাকায় তিন দিনব্যাপী দলবদলের কার্যক্রম চলছে।


আন্তর্জাতিক সিরিজের কারণে মিরপুরে প্রচুর খেলা হচ্ছে। ঘরোয়া ক্রিকেটের নিয়মিত ভেন্যু বিকেএসপির দুটি মাঠেও এবার অনেক ম্যাচ হয়েছে। ঢাকা প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগের ম্যাচ হওয়ায় বিকেএসপির উইকেট ক্লান্তই বটে। মরা উইকেটে প্রিমিয়ার লিগ আয়োজনে রাজি নয় বিসিবি। তাই ভালো উইকেট পেতে ঢাকা প্রিমিয়ার লিগ যেতে হচ্ছে ঢাকার বাইরে। লিগের প্রথম তিন রাউন্ড হবে চট্টগ্রাম ও কক্সবাজারে।


বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুটি মাঠে মোট ১৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তিন রাউন্ড শেষ হবে ২৪ মার্চ। তারপর ঢাকায় ফিরতে পারে প্রিমিয়ার লিগ। তখন মিরপুর ও বিকেএসপিতে দেখা যেতে পারে লিগের ম্যাচ। 


সিসিডিএমের তৈরি করা সূচি অনুযায়ী প্রথম রাউন্ডের প্রথম দিনে কক্সবাজারের এক নম্বর মাঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী খেলবে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। একই ভেন্যুর দুই নম্বর লিজেন্ডস অব রুপগঞ্জের প্রতিপক্ষ ওল্ডডিওএইচএস। পারটেক্স ও ওল্ডডিওএইচএস উঠে এসেছে প্রথম বিভাগ থেকে। চট্টগ্রামের সাগকিরায় প্রাইম দোলেশ্বর মাঠে নামবে ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে। 


উল্লেখ্য, সর্বশেষ ২০১৩-১৪ মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগ ঢাকার বাইরে অনুষ্ঠিত হয়েছিল। সেবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বেশ কিছু ম্যাচ অনুষ্ঠিত হয়।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball