promotional_ad

তামিম জানেন, বাজে সময় আবারও আসবে

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


বেশ অনেকদিন ধরেই তামিম ইকবালের ব্যাটিংয়ের ধরন নিয়ে সমালোচনা হচ্ছিলো। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৫৮ রানের ইনিংস খেলে সব সমালোচনার জবাব দিয়েছেন এই বাঁহাতি ওপেনার।


বিশ্বকাপের আগে থেকেই তামিমের রক্ষণাত্মক ব্যাটিং এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী না খেলায় সমালোচকদের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যানকে।



promotional_ad

জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ এই সেঞ্চুরিতে বাজে সময় পেছনে ফেলার ইঙ্গিত দিয়েছেন তামিম। বুধবার (৪ মার্চ) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এই ওপেনার জানিয়েছেন, এই বাজে সময় আবারও আসবে। তিনি বিভিন্ন সাক্ষাৎকারে আগেও বলেছেন, এমন খারাপ সময়ে আসতেই পারে ক্রিকেটারের জীবনে।


এ প্রসঙ্গে তামিম বলেন, '২০১৫ থেকে ২০১৯ আমি যখন খুব ভালো ফর্মে ছিলাম তখনও বিভিন্ন সাক্ষাৎকারে বলেছি, এই সময়টা আসবে। অনেক সাক্ষাৎকার দিয়েছি, অনেক সাক্ষাৎকারে বলেছি এই খারাপ সময়টা আবার আসবে। তখন প্রশ্নটা হতো ২০১৫ থেকে কিভাবে ফিরে এসেছেন?'


খারাপ সময় আসবে জানলেও, এই সময়টা যেন দেরিতে আসে সেই চেষ্টাই করবেন তামিম। ক্রিকেটারের জীবনে এমন সময় সবারই যায় বলে বিশ্বাস তামিমের।



এ বাঁহাতি ওপেনার বলেছেন, 'ওই সময় বলেছিলাম এই সময়টা আবারও আসবে। আমি আবারও বললাম এই সময়টা আবারও আসবে। এটা ক্রিকেটারের জীবন। সবারই কম বেশি যায়। এটাই আমি চেষ্টা করতে পারি সময়টা কতো দেরিতে আসবে।'

 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball