তামিম জানেন, বাজে সময় আবারও আসবে

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বেশ অনেকদিন ধরেই তামিম ইকবালের ব্যাটিংয়ের ধরন নিয়ে সমালোচনা হচ্ছিলো। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৫৮ রানের ইনিংস খেলে সব সমালোচনার জবাব দিয়েছেন এই বাঁহাতি ওপেনার।
বিশ্বকাপের আগে থেকেই তামিমের রক্ষণাত্মক ব্যাটিং এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী না খেলায় সমালোচকদের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা এই ব্যাটসম্যানকে।

জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ এই সেঞ্চুরিতে বাজে সময় পেছনে ফেলার ইঙ্গিত দিয়েছেন তামিম। বুধবার (৪ মার্চ) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এই ওপেনার জানিয়েছেন, এই বাজে সময় আবারও আসবে। তিনি বিভিন্ন সাক্ষাৎকারে আগেও বলেছেন, এমন খারাপ সময়ে আসতেই পারে ক্রিকেটারের জীবনে।
এ প্রসঙ্গে তামিম বলেন, '২০১৫ থেকে ২০১৯ আমি যখন খুব ভালো ফর্মে ছিলাম তখনও বিভিন্ন সাক্ষাৎকারে বলেছি, এই সময়টা আসবে। অনেক সাক্ষাৎকার দিয়েছি, অনেক সাক্ষাৎকারে বলেছি এই খারাপ সময়টা আবার আসবে। তখন প্রশ্নটা হতো ২০১৫ থেকে কিভাবে ফিরে এসেছেন?'
খারাপ সময় আসবে জানলেও, এই সময়টা যেন দেরিতে আসে সেই চেষ্টাই করবেন তামিম। ক্রিকেটারের জীবনে এমন সময় সবারই যায় বলে বিশ্বাস তামিমের।
এ বাঁহাতি ওপেনার বলেছেন, 'ওই সময় বলেছিলাম এই সময়টা আবারও আসবে। আমি আবারও বললাম এই সময়টা আবারও আসবে। এটা ক্রিকেটারের জীবন। সবারই কম বেশি যায়। এটাই আমি চেষ্টা করতে পারি সময়টা কতো দেরিতে আসবে।'