সেলাই পড়েছে শান্তর হাতে

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ডান হাতের আঙুলে চোট পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছেন, তাঁর কনিষ্ঠ আঙুলে একটি সেলাই দিতে হয়েছে।
এর ফলে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে শান্তর খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়। জিম্বাবুয়ের ইনিংসের ১৯তম ওভারের শেষ বলে আল-আমিন হোসেনের লাফানো বলে ওয়েসলি মাধেভেরে ক্যাচ দিয়েছিলেন স্লিপে। সেই ক্যাচ লুফে নিতে পারেননি শান্ত।

বল তাঁর ডানহাতের কনিষ্ঠ আঙুলে লেগে রক্ত ঝড়ায়। সঙ্গে সঙ্গেই মাঠের বাইরে চলে যান শান্ত। জীবন পেয়ে মাধেভেরে তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি। ৫৭ বলে ৫২ রান করে জিম্বাবুয়েকে লড়াইয়ে টিকিয়ে রেখেছিলেন তিনিই।
শান্ত অবশ্য এর আগেও আরেকটি ক্যাচ হাতছাড়া করেছিলেন পয়েন্টে। এ দিন ব্যাট হাতে ১০ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন এই ব্যাটসম্যান। সেলাই লাগলেও সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে তাঁর খেলার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি।
টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে মাঝে যেহেতু দুদিন রয়েছে তাই শান্তকে পর্যবেক্ষণে রাখবেন তারা। এরপর তারা যদি মনে করেন শান্ত মাঠে নামার যোগ্য, তবেই শেষ ওয়ানডেতে মাঠে দেখা যাবে এই ব্যাটসম্যানকে।