সেঞ্চুরি হয়েই গেল মুশফিকের

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৪ রানে জিতেছে বাংলাদেশ। এই জয়ের সঙ্গে সঙ্গে অনন্য এক মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহিম। বাংলাদেশের জার্সি গায়ে শততম ম্যাচ জয়ের স্বাদ পেলেন টাইগার এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ২১৮ ওয়ানডে খেলে এই অনন্য রেকর্ডের স্বাদ পেলেন তিনি।
দারুণ এক হাফ সেঞ্চুরিতে এই মাইলফলকের ম্যাচটি স্মরণীয় করে রেখেছেন মুশফিক। জিম্বাবুয়ের বিপক্ষে ৫০ বলে ৫৫ রানের ইনিংস খেলেছেন তিনি। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৬টি চারে।

এই মাইলফলকে মুশফিকের সবচেয়ে কাছে আছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি ওয়ানডে ক্যারিয়ারে ৯৮টি জয় পেয়েছেন। যদিও বাংলাদেশের হয়ে জিতেছেন ২১৭ ম্যাচের ৯৬টি।
মাশরাফি বাকি দুটি ম্যাচ জিতেছেন এশিয়া একাদশের হয়ে দক্ষিণ আফ্রিকা একাদশের বিপক্ষে। নিষেধাজ্ঞায় থাকা সাকিব আল হাসান ২০৬ ওয়ানডেতে ৯৪ ম্যাচে জয়ের সাক্ষী হয়েছেন।
এরপরই আছেন তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের হয়ে ২০৬ ম্যাচে বাংলাদেশের ৮৭টি ম্যাচ জয় দেখেছেন তামিম। ১৮৬ ম্যাচে ৮৪টি ম্যাচে জয় পেয়েছেন মাহমুদউল্লাহ।