কমছে আইপিএলের প্রাইজমানি
ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের ব্যয় সংকোচনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। গত আসরের তুলনায় এবারের আসরের খরচ প্রায় অর্ধেকে নামিয়ে এনেছে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা।

ইতোমধ্যে এই মর্মে একটি বিজ্ঞপ্তি আইপিএলের ৮টি দল এবং তাদের অংশীদারদের কাছে পাঠিয়ে দিয়েছে বিসিসিআই। মূলত আইপিএলের দলগুলো স্পন্সরদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ পাওয়ায় প্রাইজমানি কমানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।
বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, 'ফ্র্যাঞ্চাইজিরা ভালোই আছে। বিভিন্ন মাধ্যম থেকে স্পন্সর নিয়ে এসে তারা লাভ ভালোই করছে। তাই প্রাইজমানির বিষয়ে এমন সিদ্ধান্ত নেয়া হল।'
ঘোষণা মতে, এবার আইপিএলে চ্যাম্পিয়ন দল প্রাইজমানি পাবে ১০ কোটি রুপি। রানার্স আপ দল পাবে ৬.২৫ কোটি রুপি। ৪.৩৭৫ কোটি রুপি করে পাবে তৃতীয় এবং চতুর্থ দল। আর প্লে অফ খেলা দলগুলোর ভেতর ভাগ করে দেয়া হবে ২৫ কোটি রুপি।
যদিও আইপিএলের গত আসরের চ্যাম্পিয়ন দল পেয়েছে ২০ কোটি রুপি। রানার্সআপ আপ দল পেয়েছে ১২.৫ কোটি রুপি। ৮.৭৫ কোটি রুপি করে পেয়েছে তৃতীয় ও চতুর্থ দল। আর প্লে অফ খেলা দলগুলোর ভেতর ভাগ করে দেয়া হয়েছিল ৫০ কোটি রুপি।
আর্থিক বরাদ্দ কমানোর সাথে সাথে বাড়িয়ে দেয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজিদের ফি। আগের আসরগুলোতে ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ ৩০ লাখ রুপি দিতে হতো ফ্যাঞ্চাইজিদের। কিন্তু এবারের আসরে তাদের গুণতে হবে ৫০ লাখ রুপি।
এখানেই থেমে থাকেনি বোর্ড। আইপিএলে স্টাফদের ভ্রমণের ক্ষেত্রেও কিছু বিধি নিষেধ আরোপ করেছে বিসিসিআই। এর আগে স্টাফদের আকাশপথে ভ্রমণের সময়সীমা তিন ঘণ্টার বেশি থাকলে তারা ‘বিজনেস ক্লাসে' ভ্রমণ করতে পারতেন স্টাফরা।
কিন্তু নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আকাশপথে ভ্রমণের সময়সীমা ৮ ঘণ্টার কম হলে ‘ইকোনমি ক্লাসে' যেতে হবে। দুই-তিনজন শীর্ষ কর্মকর্তা ছাড়া বাকি সবার ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে বিসিসিআই।