শ্রীলঙ্কা সফরেই ফিরছেন ভিলিয়ার্স

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি বছর জুনে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে আবারও দক্ষিণ আফ্রিকা দলে ফিরছেন এবি ডি ভিলিয়ার্স। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অবসর থেকে তাঁকে দলে ফেরানো হচ্ছে। সেই সাথে দলে ফিরতে যাচ্ছেন ইমরান তাহির এবং ক্রিস মরিস।
প্রোটিয়া ক্রিকেট বোর্ডের দায়িত্ব বুঝে নেবার পর থেকেই সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ অবসর ভেঙে ডি ভিলিয়ার্সকে দলে ফেরাতে মরিয়া হয়ে পড়েন। সেই প্রচেষ্টায় হাত লাগান দক্ষিণ আফ্রিকা দলের হেড কোচ মার্ক বাউচার।

এই দুইজনের সম্মিলিত প্রচেষ্টায় আন্তর্জাতিক ক্রিকেটে আবার ফিরতে যাচ্ছেন বিশ্ব ক্রিকেটের ৩৬০ ডিগ্রি খ্যাত এই ব্যাটসম্যান। যদিও সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া সিরিজ এবং আসন্ন ভারত সিরিজে তাঁকে দলে রাখা হয়নি।
তবে দুই পক্ষের আলোচনা থেকে অনেকটা স্পষ্ট যে আসন্ন শ্রীলঙ্কা সিরিজে দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে আবার মাঠে দেখা যাবে ৩০ বছর বয়সী ভিলিয়ার্সকে। মঙ্গলবার (৩ মার্চ) প্রোটিয়া হেড কোচ মার্ক বাউচার ভিলিয়ার্সের সাথে টি-টোয়েন্টি স্পেশালিষ্ট ইমরান তাহির এবং ক্রিস মরিসের ফেরার ইঙ্গিত দিয়েছেন।
এ প্রসঙ্গে বাউচার বলেন, 'আমরা আশা করছি জুনের প্রথম থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কা সফরে তাদের সাথে পাব। কিন্তু তারা খেলবে কিনা সেটা অন্য হিসাব। কিন্তু বিশ্বকাপের সময় তাদের দলে থাকতেই হবে।'
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ভিলিয়ার্সকে আবার জাতীয় দলে ফেরানোই প্রধান লক্ষ্য বাউচারের। সেই লক্ষ্যেই এগোচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। তিনি বলেন, 'বিশ্বকাপে আপনি আপনার সেরা দলটিই পাঠাবেন। এবি তার জায়গায় সেরা ব্যাটসম্যান। এখানে ইগো ধরে রাখা উচিত হবে বলে আমি মনে করি না।'
এর আগে গেল ইংল্যান্ড বিশ্বকাপে দলে ফিরতে চেয়েছিলেন ভিলিয়ার্স। কিন্তু দক্ষিণ আফ্রিকার দলের নির্বাচক এবং কোচিং স্টাফদের তীব্র বিরোধিতায় দলে ঠাঁই হয়ে উঠেনি ৩০ বছর বয়সী এই ক্রিকেটারের।