বোলার মাহমুদউল্লাহকেও চান মাশরাফি

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ক্যারিয়ারের শুরুতে স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে খেললেও এখন পুরোদস্তুর ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। মাঝে কাঁধের ইনজুরির কারণে বলই হাতে নিতে পারেননি তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডেতেই বল করতে দেখা গেছে তাঁকে।
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানিয়েছেন, টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহর বোলিং অনেক বেশি কার্যকর। সেই সঙ্গে ওয়ানডে এবং টেস্টেও খুব ভালো বোলার তিনি। মাহমুদউল্লাহ বোলিংয়ের জন্য তৈরি আছেন বলেই ধারণা মাশরাফির। তাই তাঁকে নিয়মিত কাজে লাগাতে চান তিনি।

এ প্রসঙ্গে মাশরাফি বলেছেন, 'রিয়াদকে যদি দেখেন আমরা গত ম্যাচেও বল করিয়েছি। এই ম্যাচেও চার ওভার করেছে। রিয়াদ সবসময়, বিশেষ করে টি-টোয়েন্টিতে আরও বেশি কার্যকর থাকে। ওয়ানডেতেও সে খুব ভালো বোলার, টেস্টেও তার রেকর্ড ভালো। বোলার হিসেবে যে জিনিসটা ইনডিভিজুয়াল একটা ব্যাপার যে আপনি জিনিসটাকে কীভাবে নিচ্ছেন।'
মাহমুদউল্লাহ যেহেতু মূলত ব্যাটসম্যান, তাই তাঁর ব্যাটিংইয়েই বেশি মনোযোগ দিতে হয়। তাই নেটে বোলিং নিয়ে খুব বেশি কাজ করার সুযোগ হয় না। যদি বল হাতেও তাঁর সেবা বাংলাদেশ দল পায় বাড়তি সুবিধা হবে বলে ধারণা বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফির।
তিনি বলেছেন, 'রিয়াদ যেহেতু মূলত ব্যাটসম্যান তাকে নেটে বেশি সময় ব্যাটিংয়েই মনযোগী হতে হয়। আরও ধরেন ফর্মের একটা ব্যাপার থাকে, অনেক ব্যাটসম্যান যদি নিজেকে মনে করে যে আমি আমার সেরা সময়ে নাই তাহলে কিন্তু তাকে ব্যাটিং নিয়ে কাজ করতে হবে। কিন্তু আমি আপনার সাথে একমত রিয়াদের সেবা যদি দল আরও বেশি পায় তাহলে দলের জন্য বাড়তি সুবিধা। তবে রিয়াদও আমার কাছে মনে হয় প্রস্তুত আছে।'