লঙ্কানদের সঙ্গে হাত মেলাবেন না স্টোকস-রুটরা!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনা ভাইরাসের আতঙ্কে রয়েছে সমগ্র বিশ্ব। যার প্রভাব পড়েছে ক্রিকেটেও। মহামারী হয়ে ওঠা এই ভাইরাসের আতঙ্কে ব্যতিক্রমী এক পদক্ষেপ নিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।
আসন্ন শ্রীলঙ্কা সফরে ইংল্যান্ডের খেলোয়াড়েরা সৌজন্যমূলকভাবে হাত মেলানো থেকে বিরত থাকবে। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে ইসিবি। ইংলিশ দলপতি জো রুট সংবাদমাধ্যমকে এ কথা নিশ্চিত করেছেন।

রুট বলেন, ‘আমরা পরস্পরের সাথে হাত মেলানো থেকে বিরত থাকবো, তবে এর পরিবর্তে আমরা ফিস্ট বাম্প করব, সেই সাথে নিয়মিত জীবাণুনাশক ব্যবহার করে হাত পরিষ্কার রাখব।‘
সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্টের আগে এবং প্রথম টেস্টের সময় বেশ কয়েকজন ইংল্যান্ডের খেলোয়াড় গ্যাস্ট্রোএন্টেরাইটিস এবং ফ্লুজনিত সমস্যায় পড়েছিল। তাই আসন্ন শ্রীলঙ্কা সফরের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবে দলটি।
এ প্রসঙ্গে খোলাসা করে রুট বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকা সফরকালীন দলে ছড়িয়ে পড়া ফ্লুয়ের কারণে আমরা অনেক সমস্যায় পড়েছিলাম। এরপর থেকে আমাদের মেডিকেল দলের পরামর্শে আমরা এমন সিদ্ধান্ত নিয়েছি।'
আগামী ৭ মার্চ প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজের আনুষ্ঠানিকতা। এরপর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি মাঠে গড়াবে ১২ তারিখ। ১৯ মার্চ গলে এবং ২৭ মার্চ কলোম্বে হবে সিরিজের দুইটি টেস্ট।