কামিন্সকে তিন ফরম্যাটে অধিনায়ক দেখতে চান ক্লার্ক

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বেশ কিছুদিন ধরেই প্যাট কামিন্সকে টেস্ট অধিনায়ক করার কথা বলে আসছেন মাইকেল ক্লার্ক। এবার কামিন্সকে তিন ফরম্যাটে অস্ট্রেলিয়ার অধিনায়ক করার প্রস্তাব দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক।
বল টেম্পারিং কেলেঙ্কারির পরে স্টিভেন স্মিথের কাছ থেকে অস্ট্রেলিয়ান টেস্ট অধিনায়কত্ব পান টিম পেইন। অন্যদিকে ওয়ানডে এবং টি-টোয়েন্টি অধিনায়ক করা হয় অ্যারন ফিঞ্চকে।

ক্লার্ক মনে করেন তিন ফরম্যাটের জন্যই একজনকে অধিনায়ক করা উচিত। এই জায়গায় তাঁর সেরা পছন্দ কামিন্স। কামিন্সের নেতৃত্বের সম্ভাবনা তুলে ধরতে গিয়ে ক্লার্ক বলেন, 'সে খেলাটাকে খুব ভালো পড়তে পারে। সে ওপেনিং বোলার এবং ব্যাটিংও করতে পারে। ফিল্ডিংয়েও সে দুর্দান্ত। সে একজন অধিনায়কের মতো করেই খেলাটা দেখে।'
একজন বোলারকে অধিনায়ক করা হলে অনেক সমালোচনা শুনতে হয়। বিশেষ করে তাঁর ফিটনেসের কারণে। কারণ বোলাররা প্রায়ই ইনজুরিতে পড়েন। যদিও ক্লার্ক মনে করেন তিন ফরম্যাটে অস্ট্রেলিয়ার নেতৃত্ব দেয়ার জন্য যথেষ্ঠ ফিট কামিন্স।
এ প্রসঙ্গে ক্লার্ক বলেন, 'একজন বোলার অধিনায়ক হলে অনেক কথা শুনতে হয়। সাধারণত বোলাররা অনেক ইনজুরিতে পড়ে। প্যাট দেখিয়েছে সে ফিট এবং স্বাস্থ্যবান। সে তিন ফরম্যাটেই খেলতে পারে।'