promotional_ad

সংবাদ সম্মেলনে মেজাজ হারালেন কোহলি

ছবিঃ বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টেস্ট সিরিজেও একই পরিণতি হয়েছে ভারতের। নিউজিল্যান্ড সফরটি ব্যাট হাতেও ভালো যায়নি বিরাট কোহলির। তাই নিজের পারফরম্যান্স নিয়েও বিরক্ত ভারতের অধিনায়ক।


এবার সংবাদ সম্মেলনে মেজাজ হারিয়ে সংবাদের শিরোনাম হলেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ফরম্যাটে হোয়াইটওয়াশ হওয়ার পরও সংবাদ সম্মেলনে বেশ ভালো ভাবেই উত্তর দিচ্ছিলেন কোহলি। তবে এক সাংবাদিকের আচমকা প্রশ্নে মেজাজ হারিয়ে বসেন তিনি।


ঘটনার সূত্রপাত নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে। কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন আউট হওয়ার পর তাঁকে ইঙ্গিত করে গালি দিতে দেখা যায় কোহলিকে। এখানেই ঘটনার শেষ হয়নি।



promotional_ad

এরপর নিউজিল্যান্ডের সমর্থকদের একটি গ্রুপকে উদ্দেশ করে অশ্লীল বাক্যও ছুড়ে দেন তিনি। সেইসময় মুখে আঙুল দিয়ে তাঁদের চুপ থাকার ইঙ্গিত দেওয়ার পাশাপাশি গালি দিতে দেখা যায় কোহলিকে।


সংবাদ সম্মেলনে এই বিষয়েই প্রশ্ন করেন একজন সাংবাদিক। জনৈক সাংবাদিক বলেন, 'বিরাট, মাঠে আপনার ব্যবহার যেমন উইলিয়ামসন (কিউই অধিনায়ক) যখন আউট হলেন এবং দর্শকদের উদ্দেশে অশালীন ও ইঙ্গিতপূর্ণ আচরণ করা, এসব নিয়ে আপনার প্রতিক্রিয়া কি?'


ফিরতি উত্তরে কোহলি বলেন, 'আপনার কি মনে হয়?' সেই সাংবাদিক আবার জিজ্ঞেস করেন, 'প্রশ্নটা আমি আপনাকে করেছি?' প্রতি উত্তরে কোহলি বলেন,  'উত্তরটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি।' সেই সাংবাদিক বলেন, 'আপনার আরও ভালো উদাহরণ স্থাপন করা উচিৎ।'


এরপর কোহলি ক্ষেপে গিয়ে বলেন, 'আপনাকে যা হয়েছে সেটা সম্পর্কে নিশ্চিত হতে হবে এবং এরপর আরও ভালো প্রশ্ন নিয়ে আসতে হবে। আপনি এখানে অর্ধেক প্রশ্ন আর অর্ধেক যা হয়েছে তার বর্ণনা নিয়ে আসতে পারেন না এবং আপনি যদি বিতর্ক সৃষ্টি করতে চান তাহলে এটা সঠিক জায়গা নয়। আমি ম্যাচ রেফারির সঙ্গে কথা বলেছি। যা হয়েছে সেটাকে তিনি কোনো ইস্যু হিসেবে ধরছেন না। ধন্যবাদ।’



এবারই প্রথম সংবাদ সম্মেলনে মেজাজ হারাননি কোহলি। এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বরে, ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ হারার পর সংবাদ সম্মেলনে ক্ষেপে গিয়েছিলেন তিনি। এর জন্য সেবার ব্যপক সমালোচিত হয়েছিলেন ভারতের অধিনায়ক।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball