কন্ডিশনের কথা মাথায় ছিল না কোহলিদের
ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ফর্মে থাকা ভারত পুরো ১৮০ ডিগ্রী ঘুরে গেল ওয়ানডে এবং টেস্ট সিরিজে। টি-টোয়েন্টি সিরিজে কিউইদের ৫-০ তে উড়িয়ে দিলেও ওয়ানডেতে ৩-০ এবং টেস্টে ২-০ ব্যবধানে নিজেরাই উড়ে গিয়েছে। প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারতে হারতেও শেষ পর্যন্ত রক্ষা পায় ভারত। আর দ্বিতীয় টেস্ট আড়াই দিনেই হারে বিরাট কোহলির দল। নিউজিল্যান্ডের কন্ডিশন বিবেচনা না করার কারণেই দলের এমন শোচনীয় অবস্থা হয়েছে বলে মনে করেন কোহলি।
ভারতীয় অধিনায়ক জানিয়েছেন, কন্ডিশনের কথা না ভেবে এবং শুধুমাত্র নিজেদের দক্ষতার উপর ভরসা করে কেন উইলিয়ামসনবাহিনীর বিপক্ষে খেলতে নামে তারা।

কোহলি বলেন, 'প্রথম টেস্টে দেখুন, প্রথম দিন থেকেই উইকেট বেশ স্যাঁতস্যাঁতে এবং আবহাওয়াও মেঘাচ্ছন্ন ছিল। আমরা এসব নিয়ে আগে কখনোই কথা বলতে চাই নি। কিন্তু এখন না বলে পারছি না। আমরা কন্ডিশনের কথা চিন্তা করে খেলতে নামিনি।'
'আমরা ইতিবাচক ছিলাম এবং আমাদের দক্ষতা আমাদের এমন ভাবতে সাহায্য করেছিল। আপনি যদি চাপে থাকেন তবে আপনার ব্যক্তিগত দক্ষতা অথবা খেলা দুটোতেই ভুল হবে। কিন্তু আপনি যখন আপনার লক্ষ্যে আশাবাদী হবেন, তখন সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে পারবেন।', যোগ করেন কোহলি।
টেস্টে হোয়াইটওয়াশের স্বাদ শেষবার ভারত পেয়েছিল ২০১১-১২ মৌসুমে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেবার ভারত ৪-০ তে সিরিজ হারে। এরপর বদলে যাওয়া ভারতকে দীর্ঘ প্রায় ৮ বছর পর আবার প্রায় ভুলে যাওয়া সেই স্মৃতি রোমন্থনে বাধ্য করল নিউজিল্যান্ড।
ব্যর্থতার দায় স্বীকার করে কোহলি আরও বলেন, 'এই সিরিজে আমরা পুরোপুরি ধরাশায়ী হয়েছি। অবশ্যই দল হিসেবে যেমন খেলা দরকার, তেমন ক্রিকেট আমরা খেলতে পারিনি। আমরা যথেষ্ট ইতিবাচক ছিলাম না, যথেষ্ট সাহসও দেখাতে পারিনি।'